Tractor March to Parliament : এমএসপি আদায়ে 29 নভেম্বর সংসদে ট্র্যাক্টর অভিযান, জানালেন রাকেশ টিকায়েত

author img

By

Published : Nov 24, 2021, 2:55 PM IST

60 tractors will head to parliament on november 29 demanding msp, says Rakesh Tikait

কৃষিজ পণ্যে ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price for crops) নিশ্চিত করতে হবে ৷ এই দাবিকে সামনে রেখেই আগামী 29 নভেম্বর সংসদ অভিযানে সামিল হবে 60টি ট্র্যাক্টর (tractor march to Parliament) ৷ এমনটাই জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait on tractor march) ৷

কৌশাম্বি (গাজিয়াবাদ), 24 নভেম্বর : কৃষিজ পণ্যের উপর ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price for crops) বা এমএসপি (MSP for crops) নিশ্চিত করার দাবিতে সংসদ অভিযানে সামিল হচ্ছে 60টি ট্র্যাক্টর ৷ একথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait on tractor march) ৷ আগামী 29 নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ ওইদিনই এই 60টি ট্র্যাক্টর সংসদ অভিযান করবে ৷

আরও পড়ুন : Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে টিকায়েত বলেন, ‘‘আগামী 29 নভেম্বর মোট 60টি ট্র্যাক্টর সংসদ অভিযান করবে ৷ সরকার যে রাস্তাগুলি খুলে দেবে, সেই পথ ধরেই এই মিছিল এগোবে ৷ আমাদের বিরুদ্ধে রাস্তা অবরোধের অভিযোগ তোলা হয়েছিল ৷ কিন্তু, আমরা কোনও রাস্তা আটকাইনি ৷ কারণ, রাস্তা আটকে রাখা আমাদের উদ্দেশ্যই নয় ৷ বরং সরকারের সঙ্গে আলোচনাই আমাদের লক্ষ্য ৷ আমরা সোজা সংসদে যাব ৷’’

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাব গৃহীত হয়েছে ৷ এমনটা যে হতে পারে, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ তারই প্রেক্ষিতে 29 নভেম্বরের ট্র্যাক্টর মিছিলের কথা জানান রাকেশ ৷ এর আগে কৃষি আইন বাতিলের দাবিতে 200 জন কৃষকের একটি প্রতিনিধিদল সংসদ অভিযান করেছিল ৷ কিন্তু, এবার ট্র্যাক্টর মিছিলের পাশাপাশি কয়েক হাজার মানুষও সংসদ অভিযানে সামিল হবেন ৷

কিন্তু, কৃষি আইন প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরও কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন কৃষকরা ? এর উত্তরে টিকায়েত বলেন, ‘‘এমএসপি নিয়ে সরকার, কী পদক্ষেপ করে, সেদিকে আমাদের নজর রয়েছে ৷ তাছাড়া, গত এক বছরে অনেক কিছু ঘটেছে ৷ তাতে অন্তত 750 কৃষকের মৃত্যু হয়েছে ৷ এর দায় সরকারকেই নিতে হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

তবে শুধুমাত্র দিল্লি নয় ৷ দেশের অন্যান্য রাজ্যেও রাজধানী শহরগুলিতে ট্র্যাক্টর মিছিল করবেন কৃষকরা ৷ আন্দোলন জারি থাকবে বিদেশেও ৷ আগামী 26 নভেম্বর লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে দুপুর 12 টা থেকে 2 টো পর্যন্ত (জিএমটি অনুসারে) প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে ৷ কানাডায় 26-27 নভেম্বরের রাত জেগে বিক্ষোভ দেখাবেন কৃষক আন্দোলনের সমর্থকরা ৷ জোড়া কর্মসূচি অনুষ্ঠিত হবে কানাডার সারি এবং ভাঙ্কুভার শহরে ৷ এছাড়াও 30 নভেম্বর ফ্রান্সের প্যারিসে, 4 ডিসেম্বর আমরিকার ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও স্যান জোস গুরুদ্বারে, 5 ডিসেম্বর নেদারল্যান্ডে এবং 8 ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় ভারতীয় কৃষকদের সমর্থনে নানা কর্মসূচি পালন করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.