TMC Protests : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুবদের উপর হামলার প্রতিবাদ, ধরনা দলীয় সাংসদদের

author img

By

Published : Aug 9, 2021, 12:49 PM IST

TMC MPs protest the attack on TMC youth leaders in Tripura

ত্রিপুরায় তৃণমূলের ছাত্র ও যুবদের উপর হামলার প্রতিবাদ ৷ সংসদ চত্বরে প্রতিবাদ দলীয় সাংসদদের ৷ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে গান্ধিমূর্তির সামনে ধরনা ৷ ত্রিপুরায় গণতন্ত্র ফেরানোর ডাক তৃণমূল সাংসদদের ৷

নয়াদিল্লি, 9 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব নেতাদের উপর হামলার ঘটনা নিয়ে সংসদে সরব হলেন দলের সাংসদরা ৷ সোমবার সংসদ চত্বরেই গান্ধীমূর্তির সামনে ধরনা শুরু করেন তাঁরা ৷ তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে চলতে থাকে স্লোগান ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপিশাসিত ত্রিপুরায় গণতন্ত্র বলে আর কিছু নেই ৷ তাই উত্তর-পূর্বের এই রাজ্যে গণতন্ত্র ফেরানোর ডাক দেন তৃণমূল সাংসদরা ৷ এদিন তাঁদের হাতে যে প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল ‘‘ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে হবে’’, ‘‘ত্রিপুরায় স্বৈরতন্ত্র নিপাত যাক’’ ৷ কল্যাণ ছাড়াও ধরনাস্থলে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, অর্পিতা হাজরা, শতাব্দী রায়, সৌগত রায়, প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, শান্তনু সেন প্রমুখ ৷

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের

প্রসঙ্গত, রবিবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা ৷ তাতে বেশ কয়েকজন জখম হন ৷ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় আচমকাই তাঁদের গাড়ির উপর পাথর পড়তে শুরু করে ৷ তাতে তৃণমূল নেতা-নেত্রীদের দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ ঘটনার জন্য বিপ্লব দেবের সরকার ও তাঁর দলকেই দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার পর আহত তৃণমূল নেতাদের নিয়ে সোমবার মধ্যরাত নাগাদই কলকাতায় ফিরে আসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷

তৃণমূল সূত্রে খবর, পেগাসাস কাণ্ডের পর এবার ত্রিপুরার এই ঘটনা নিয়েও সংসদে সরব হবেন দলের নেতা ও সাংসদরা ৷ বিষয়টি নিয়ে মোদি সরকারকে যতটা সম্ভব চেপে ধরার চেষ্টা করা হবে ৷ ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে 2023-এ ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরাকেই কার্যত সেমি ফাইনালের মঞ্চ হিসাবে ধরে নিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ ত্রিপুরার মাটি থেকে পদ্ম হটিয়ে ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ৷ দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়েই ত্রিপুরায় সফর করেছেন ৷ যান ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদাস, কুণাল ঘোষের মতো হেভিওয়েটরাও ৷

কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে ধরনা তৃণমূল সাংসদদের ৷

অন্যদিকে, তৃণমূলের এই অতিসক্রিয়তা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়াশিবিরের ৷ ফলে রাজনৈতিক জমি তৈরি করতে গিয়ে বিজেপির বাধার মুখে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ৷ যা খুবই স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ ত্রিপুরার মাটিতে পা দিতেই হামলার মুখে পড়তে হয়েছে খোদ অভিষেককে ৷ সে রাজ্যের পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন দেবাংশুরা ৷ রবিবারের ঘটনার পর অভিষককেও সরাসরি পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছে ৷ সব মিলিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷

আরও পড়ুন : Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, এই প্রেক্ষাপটে ত্রিপুরায় দলীয় নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনাকে আরও বেশি করে সামনে আনার চেষ্টা করবে তৃণমূল ৷ এই ধরনের হামলা যত হবে, ততই ত্রিপুরার মানুষের আবেগ আদায়ের রাস্তা প্রশস্ত হবে ৷ তৃণমূল সেটা ভালই বোঝে ৷ পাশাপাশি, বিজেপি যেমন বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে, তার পাল্টা হিসাবে এবার ত্রিপুরার পরিস্থিতিকে হাতিয়ার করতে চাইছে ঘাসফুলশিবির ৷ সংসদের এদিনের ধরনা তারই প্রমাণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.