TMC MP Derek O'Brien: কেন্দ্রের চাপেই বিবিসি'র তথ্যচিত্র নিয়ে করা তাঁর টুইট সরানো হয়েছে, দাবি ডেরেকের

author img

By

Published : Jan 21, 2023, 5:46 PM IST

Etv Bharat

কেন্দ্রের চাপে বিবিসি'র তথ্যচিত্র নিয়ে করা তাঁর টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (tweet of Derek o Brien deleted) ৷ দাবি তৃণমূল সাংসদ ডেরেকের ৷

নয়াদিল্লি, 21 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের চাপে তাঁর একটি টুইট সরিয়ে দিয়েছে এই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষ ৷ শনিবার এই গুরুতর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক-ও-ব্রায়েন ৷ ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি 2002 গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে ৷ প্রধানমন্ত্রী তথা গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম জুড়ে তারা এই তথ্যচিত্রটির নাম দিয়েছে, 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' ৷ শুক্রবার এই তথ্যচিত্রটি নিয়েই একটি টুইট করেছিলেন ডেরেক (Derek O Brien claimed Twitter deletes his post) ৷

এদিন ডেরেক জানিয়েছেন, এই মাইক্রোব্লগিং সাইটটির তরফে তাঁকে একটি ই-মেল করে জানানো হয়েছে, ভারত সরকারের অনুরোধে তাঁর ওই টুইটটি ডিলিট করা হয়েছে ৷ ডেরেকের ওই টুইট ভারতের আইন উল্লঙ্ঘন করেছে বলেও ই-মেলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ এদিন নতুন একটি টুইটে সেই ই-মেলটিও পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক-ও-ব্রায়েন ৷ সঙ্গে তিনি লিখেছেন, "এক ঘণ্টার ওই বিবিসি তথ্যচিত্র সংখ্যালঘুদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানসিকতা প্রকাশ করে দিয়েছে ৷"

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের নিন্দা দিল্লির

বিবিসি-এর এই তথ্যচিত্রটি প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ বৃহস্পতিবার এই দুই অংশের তথ্যচিত্রটির প্রথম অংশ প্রকাশ করে বিবিসি ৷ 2002 গুজরাত দাঙ্গার সময়ে নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন গুজরাত সরকারের ভূমিকা কী ছিল মূলত তাই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে ৷ তবে এই তথ্যচিত্রটি নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, নির্দিষ্ট প্রোপ্যাগন্ডা ছড়াতে এটি তৈরি করা হয়েছে যার লক্ষ্য দেশের একটি অংশকে ধাক্কা দেওয়া (BBC documentary critical of PM Modi) ৷

এমনকী ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও জানিয়েছেন, এই তথ্যচিত্রের চরিত্রায়ণের সঙ্গে তিনি একমত নন ৷ যদিও এত বিতর্কের মধ্যেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিবিসি ৷ তারা জানিয়েছে, এই তথ্যচিত্রে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে ৷ তাতে যেমন প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা রয়েছেন, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও আছে ৷ ভারত সরকারের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলেও বিবিসি'র দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.