Tripura Municipal Election : বাংলার পর ত্রিপুরাতেও যুযুধান তৃণমূল-বিজেপি

author img

By

Published : Nov 24, 2021, 7:50 PM IST

bjp tmc are the main competitor of tripura municipal polls

বৃহস্পতিবার ভোট ত্রিপুরায় (Tripura Municipal Election 2021)৷ আগরতলা পৌরনিগম ছাড়াও ভোট হবে আরও 13 টি পৌরসভায় ৷ ইতিমধ্যেই বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা ৷ বাকি আসনগুলিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ৷ প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই বিজেপি এবং তৃণমূল ৷ অস্তিত্ব জানান দেওয়ার লড়াইয়ে সামিল বামফ্রন্ট (Left Front in Tripura civic polls) ৷

আগরতলা, 24 নভেম্বর : বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরায় ফের মুখোমুখি হচ্ছে যুযুধান তৃণমূল-বিজেপি (TMC versus bjp in Tripura) ৷ দীর্ঘদিনের বাম শাসন হঠিয়ে ত্রিপুরায় পদ্ম ফুটিয়েছিল গেরুয়া শিবির ৷ আর এবার তাদের চ্যালেঞ্জ দিতে হাজির তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবারই ত্রিপুরায় পৌর নির্বাচন৷ সেই ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদলও ৷ আর তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি ৷

আরও পড়ুন : TMC Stages Protest Over Tripura Attack : বিজেপিকে গঙ্গা জলে ধুয়ে সাফের ডাক, ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে অবস্থান তৃণমূলের

বৃহস্পতিবার আগরতলা পৌরনিগম (Agartala Municipal Corporation) ছাড়াও রাজ্যের আরও 13টি পৌরসভায় ভোট করা হবে ৷ তার আগে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, গ্রেফতারি, মামলা দায়েরের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে ত্রিপুরা ৷ অধিকাংশ ক্ষেত্রেরই শাসক বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ৷

তৃণমূল কংগ্রেস এই পৌর নির্বাচনেই ত্রিপুরায় ঘাসফুল ফোটাবে বলে দাবি করেছে ৷ তবে কাজটা যে সহজ নয়, মানছে ওয়াকিবহাল মহল ৷ আগরতলা পৌরনিগমে সব মিলিয়ে আসন রয়েছে মোট 334টি ৷ কিন্তু, তার মধ্যে 112টি আসনে কোনও লড়াই হয়নি ৷ সেগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা ৷ পাশাপাশি, 19টি নগর পঞ্চায়েতেও কোনও ভোটাভুটিতে যেতে হয়নি গেরুয়া শিবিরকে ৷ তবে বাদবাকি আসনগুলিতে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

তথ্য বলছে, ইতিমধ্যেই আগরতলায় ভালো সাড়া ফেলেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের আশা, 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সরকারকে হঠিয়ে নতুন ইতিহাস রচনা করবেন ত্রিপুরার ভোটাররা ৷ সেই সম্ভবনা কতটা বাস্তবসম্মত, তার একটা আভাস ত্রিপুরার পৌর নির্বাচনে পাওয়া যাবে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷ পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় তৃণমূল যদি ভালো ফল করে, তাহলে জাতীয় রাজনীতিতে তার কদর আরও বাড়বে ৷ অন্যদিকে, চিন্তা বাড়বে বিজেপির ৷ এদিকে, বৃহস্পতিবারের পৌরভোটে একপ্রকার টিকে থাকার লড়াই লড়বে সিপিএম ৷ একদিন তারাই ছিল এই রাজ্যের শাসক ৷ আর এখন, বিজেপি-তৃণমূলের জোড়া চাপে তাদের নাভিশ্বাস ওঠার জোগাড় !

আরও পড়ুন : Locket Chatterjee on Tripura TMC : ত্রিপুরায় খেলা হবে না, বিকাশ হবে ; দাবি লকেটের

আগরতলা পৌরনিগমে সব মিলিয়ে বৃহস্পতিবার মোট 222 টি আসনে ভোট হবে ৷ লড়বেন 785 জন প্রার্থী ৷ আরও 36 জন প্রার্থীর যুদ্ধে নামার কথা থাকলেও তাঁরা ইতিমধ্যেই তাঁদের মনোনয়ন প্রত্য়াহার করে নিয়েছেন ৷ এঁদের মধ্যে 15 জন সিপিএম, চারজন তৃণমূল কংগ্রেস, আটজন কংগ্রেস, দু’জন ফরওয়ার্ড ব্লক এবং সাতজন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ এবারের পৌর নির্বাচনে ভোট দেবেন 5 লক্ষ 94 হাজার 772 জন ভোটার ৷ শহরাঞ্চলে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.