TMC Attacks Amit Shah: 'সিবিআই'য়ের টার্গেটে প্রথমে তৃণমূল', রিপোর্ট তুলে ধরে শাহকে আক্রমণ ঘাসফুল শিবিরের

author img

By

Published : Sep 20, 2022, 9:44 PM IST

TMC Attacks Amit Shah

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলের দাবি, তাদেরই সবচেয়ে বেশি টার্গেট করছে সিবিআই (TMC most targated party by CBI, according to report) ৷ এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিঁধেছে ঘাসফুল শিবির (TMC attacks CBI and Amit Shah) ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: সোমবারই কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় শাসকদলের প্রস্তাব নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় এজেন্সিগুলির এরাজ্যে সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন,"আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করাচ্ছেন ৷ বিজেপি নেতারা করাচ্ছেন ৷ সিবিআই এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ৷’’ এর ঠিক পরেরদিনই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করল তৃণমূল ৷ তাদের দাবি, দেশের বিরোধী দলগুলির মধ্যে তৃণমূলকেই সবচেয়ে বেশি টার্গেট করছে সিবিআই (TMC attacks CBI and Amit Shah) ৷

সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই-এর পদক্ষেপের সংখ্যা ইউপিএ জমানা থেকে বর্তমান এনডিএ আমলে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে ৷ 2004 থেকে 2014 ইউপিএ আমলে এই দশ বছরে মোট 72 জন রাজনৈতিক নেতা সিবিআই-এর স্ক্যানারের নিচে এসেছিলেন ৷ তার মধ্যে 43 জন ছিলেন বিরোধী নেতা ৷ শতাংশের হিসেবে তা 60 শতাংশ ৷ 2014 সালের পর এনডিএ জমানায় সেই অঙ্কই বেড়ে হয়েছে 95 শতাংশ ৷ এই সময়ে 118 জন বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ তাদের মধ্যে তৃণমূল নেতাদের সংখ্যাই সবচেয়ে বেশি, এরপরে রয়েছে কংগ্রেস (CBI action against TMC Leaders) ৷

TMC Attacks Amit Shah
তৃণমূলের টুইট

আরও পড়ুন: 'দাদা পায়ে পড়ি রে...!', মমতাকে তীব্র কটাক্ষ সেলিমের

তৃণমূলের দাবি, 2014 সালের পর তাদের দলের 30 জন নেতা সিবিআই'য়ের আতসকাঁচের নিচে এসেছেন ৷ অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে সিবিআই ৷ এই রিপোর্টকে হাতিয়ার করে মঙ্গলবার ফের অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷ ফের তাঁকে 'পাপ্পু' বলে কটাক্ষ করে টুইটে তৃণমূল লিখেছে, অমিত শাহ ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ৷ তাই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছেন তিনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে (TMC most targated party under Modi regime, according to report) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.