Arms Recovered in Manipur: মণিপুরে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ-সহ আটক 3

author img

By

Published : May 24, 2023, 11:36 AM IST

Arms Recovered in Manipur

মণিপুরে গাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী ৷ ঘটনায় তিনজনকে আটকও করা হয়েছে ৷

ইম্ফল 24 মে: মণিপুরে একটি গাড়ি থেকে উদ্ধার হল প্রচুর অস্ত্র ও গোলাবারুদ ৷ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মণিপুরের সেনাপতি জেলার কিংচপ চিংখং জংশনে ৷ সেখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সন্দেহজনক একটি গাড়িকে আটক করে ৷ ওই গাড়ি থেকেই উদ্ধার হয় অস্ত্র ও গোলাবারুদ ৷ তারপরেই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয় ৷

সূত্রের খবর, সেনাবাহিনীর স্পিয়ার কর্পস মঙ্গলবার রাত সাড়ে 9টা নাগাদ মোবাইল ভেহিকেল চেক পোস্টে ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় ৷ সেসময় গাড়ি থেকে পাঁচটি শটগান, পাঁচটি ইম্প্রোভাইজড লোকাল গ্রেনেড এবং তিন কার্টুন শটগানের গোলাবারুদ উদ্ধার হয়েছে । এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্পিয়ার কর্পস বুধবার এক বিবৃতিতে বলেছে, "গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে মণিপুরের কিংচপ চিংখং জংশনে মোবাইল ভেহিকেল চেক পোস্ট স্থাপন করা হয় । সেখানে একটি মারুতি অল্টো গাড়িকে রাত 9:35 নাগাদ আটক করা হয়েছে । তার থেকে পাঁচটি শটগান, পাঁচটি ইম্প্রোভাইজড লোকাল গ্রেনেড এবং তিন কার্টুন শটগানের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷ তাঁদেরকে পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে ৷ উদ্ধার হওয়া অস্ত্র থেকে শুরু করে গোলাবারুদও পুলিশকে হস্তান্তর করা হয়েছে ৷" মামলার তদন্ত চলছে । পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ৷ জানার চেষ্টা করছে এই ঘটনায় আর কারা কারা জড়িত ৷ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ওই তিনজন কোথায় যাচ্ছিল ৷ সেগুলি পাচারের উদ্দেশ ছিল কি না ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আশান্ত হয়ে উঠেছিল মণিপুর ৷ কয়েক হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছিল ৷ ভারতীয় সেনা তাদের উদ্ধার করে নিয়ে গিয়ে রেখেছিল অন্যত্র ৷ তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে ৷ ধীরে ধীরে বাড়ি ফেরানো হচ্ছে ঘর ছাড়াদের ৷ ওই ঘটনার পর উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনা জওয়ানরা ৷ নিরাপত্তার সবদিকগুলি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে ৷ তারই মধ্যে মঙ্গলবার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হল ৷

আরও পড়ুন: স্বাভাবিকের পথে মণিপুর, চলছে সেনার টহল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.