Official Intrudes into IAS House: মাঝরাতে মহিলা আইএএস অফিসারের বাড়িতে অনুপ্রবেশ, গ্রেফতার সরকারি আধিকারিক

Official Intrudes into IAS House: মাঝরাতে মহিলা আইএএস অফিসারের বাড়িতে অনুপ্রবেশ, গ্রেফতার সরকারি আধিকারিক
মাঝরাতে মহিলা আইএএস অফিসারের বাড়িতে (Official Intrudes into IAS House) অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হল তেলাঙ্গানার সরকারি আধিকারিককে (Telangana officials breaks into house)৷
হায়দরাবাদ, 22 জানুয়ারি: শীর্ষ আইএএস অফিসার স্মিতা সবরওয়ালের (Smita Sabharwal) বাড়িতে মাঝরাতে অনুপ্রবেশের (Official Intrudes into IAS House) অভিযোগে গ্রেফতার হলেন তেলাঙ্গানা সরকারের এক আধিকারিক (Telangana officials breaks into house)৷ যদিও তাঁর দাবি যে, পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতেই মাঝরাতে ওই আইএএস অফিসারের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ রবিবার এ কথা জানিয়েছে পুলিশ (Telangana News)৷
মাঝরাতে আইএএস-এর বাড়িতে ডেপুটি তহসিলদার: বৃহস্পতিবার রাতে স্মিতা সবরওয়ালের বাড়িতে অনুপ্রবেশ করেন ডেপুটি তহসিলদার আনন্দ রেড্ডি ৷ তাঁকে মাঝরাতে বাড়িতে দেখে সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ডাকেন ওই আইএএস অফিসার ৷ খবর দেন পুলিশে ৷ রক্ষীরা গিয়ে ধরে ফেলেন ওই সরকারি আধিকারিককে ৷ স্মিতা সবরওয়াল টুইটে জানিয়েছেন, "রাতে যখন একজন অনুপ্রবেশকারী আমার বাড়িতে ঢুকে পড়ে তখন সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা হয়েছে ৷ উপস্থিত বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করি ৷ পাঠ: আপনি যতই নিজেকে নিরাপদ বলে মনে করুন না কেন – সর্বদা ব্যক্তিগতভাবে দরজা/তালা পরীক্ষা করুন । #জরুরি অবস্থায় 100 ডায়াল করুন ৷"
সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের: আইএএস অফিসারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 458 নং ধারায় ডেপুটি তহসিলদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ জুবিলি হিলস থানার একজন পুলিশ আধিকারিক পিটিআইকে এ কথা জানিয়েছেন । আঘাত, আক্রমণ বা অন্যায়ভাবে রাতে লুকিয়ে থাকা, অনুপ্রবেশ বা ঘর ভাঙার ক্ষেত্রে ওই ধারায় মামলা দায়ের করা হয় ৷
আরও পড়ুন: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর
দুই বন্ধুকেই গ্রেফতার: ডেপুটি তহসিলদার দাবি করেছেন যে, তিনি তাঁর পরিষেবা নিয়ে আইএএস অফিসারের বাড়িতে গিয়েছিলেন । ওই আধিকারিক তাঁর বন্ধুর সঙ্গে একটি গাড়িতে করে রাতের বেলা আইএএস অফিসারের বাড়িতে গিয়েছিলেন ৷ বন্ধু বাইরেই গাড়িতে অপেক্ষা করছিলেন ৷ পরে পুলিশ দুজনকেই গ্রেফতার করে ৷ তাঁদের কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে ।
ধৃতকে হেফাজতে চেয়েছে পুলিশ: ডেপুটি তহসিলদার দাবি করেছেন যে, তিনি পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং এই বিষয়ে কিছু সাহায্য চাইতেই তিনি আইএএস অফিসারের বাড়িতে গিয়েছিলেন ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "ধৃতদের পুলিশ হেফাজতে রাখার আবেদন করা হবে ৷ আমরা তাঁদের হেফাজতে নেব এবং সত্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করব ।"
