Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে সাঁতারেও ভারতের স্বপ্নভঙ্গ

author img

By

Published : Jul 29, 2021, 7:01 PM IST

Updated : Jul 29, 2021, 7:14 PM IST

সাঁতারু সজন প্রকাশের(Sajan Prakash)স্বপ্নভঙ্গ

সাঁতারু সজন প্রকাশের(Sajan Prakash) স্বপ্নভঙ্গের সঙ্গে টোকিয়ো অলিম্পিকসে ভারতের সাঁতার বিভাগে পদকের আশা শেষ ৷

টোকিয়ো, ২৯ জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে বিদায় সাঁতারু সজন প্রকাশের । সাঁতারু সজন প্রকাশ হিটে দ্বিতীয় স্থানে এসেছিলেন ৷ কিন্তু তবুও পুরুষ বিভাগে 100 মিটার বাটারফ্লাই ইভেন্টে সেমিফাইনালের বাধা অতিক্রম করতে পারলেন না।

বৃহস্পতিবার পুরুষ বিভাগে 100 মিটার বাটারফ্লাই ইভেন্টের যাত্রা থেমে যায় ভারতের। সজন প্রকাশ 2016 রিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন।

কেরালার 27 বছর বয়সী এই সাঁতারু 2016 তে 53. 45 সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবার সেই সময়টা 51.74 সেকেন্ডে নেমে আসে ৷ তবুও 55 জন সাঁতারুর মধ্যে 46 নম্বরে ছিলেন তিনি।

আরও পড়ুন :Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক থেকে ছিটকে গেলেন মেরি কম

প্রথম 16 জনই সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হতে পারেন। এর আগে তিন ভারতীয় সাঁতারু মানা প্যাটেল, শ্রীহরি ও নটরাজ হতাশাজনক প্রদর্শন করে বাড়ি ফিরে গিয়েছেন।

প্রকাশই একমাত্র ভারতীয় সাঁতারু যে প্রথম টোকিও অলিম্পিকসে প্রাথমিক রাউন্ড উত্তীর্ণ হন ৷ 200 মিটার বাটারফ্লাইয়ে 24 নম্বরে শেষ করেন ৷ কিন্তু সেমিফাইনালে উঠতে পারলেন না।

নটরাজ যিনি অলিম্পিকে প্রথমবার অংশগ্রহণ করেছেন, তিনি 100 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে 40 জন সাঁতারুর মধ্যে 27 নম্বরে শেষ করেন।

আরও পড়ুন : Tokyo Olympics : প্রিসিশন রাউন্ডে পাঁচে শেষ করে আশা জাগাচ্ছেন মনু ভাকের

এমনকি এই ভারতীয় প্রতিযোগিরা নিজেদের রেকর্ডও ছুঁতে পারেনি। যদি নটরাজ নিজের রেকর্ডও ছুঁতে পারতেন তাহলে সেমিফাইনালে উঠে যেতেন।

মানা প্যাটেল ইউনিভার্সিটি কোটা থেকে অলিম্পিকসে চান্স পেয়েছিলেন ৷ তিনি মহিলাদের 100 মিটার বাটারফ্লাই ইভেন্টে 39 নম্বর স্থান অধিকার করেন।

উল্লেখ্য প্রতিটি দেশ থেকে ইউনিভার্সিটি কোটায় একজন পুরুষ ও একজন মহিলা অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পান।

Last Updated :Jul 29, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.