Suvendu Adhikari Letter: মোদি-মমতা বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর ! রাজ্য়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

author img

By

Published : Aug 6, 2022, 5:11 PM IST

Etv Bharat

এখনও দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তার মধ্য়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Letter) ৷ এই পদক্ষেপ কেন করলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ?

কলকাতা, 6 অগস্ট: মোদি-মমতা বৈঠকের (Modi-Mamata Meeting) 24 ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ দুর্নীতির খতিয়ান-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠালেন শুভেন্দু (Suvendu Adhikari Letter) ৷ জানালেন, কীভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়-ছয় করছে রাজ্য ! এমনকী, স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতেই বদলে দেওয়া হচ্ছে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির নাম ! শনিবার এই প্রসঙ্গে বেশ কয়েকটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানেও রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি ৷

শুভেন্দুর অভিযোগ, 100 দিনের কাজ হোক, কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রত্যেকটি প্রকল্পের আওতাতেই বরাদ্দ টাকা আত্মসাৎ করা হচ্ছে ৷ বস্তুত, কেন্দ্রীয় প্রকল্পগুলিকে তছরুপের নয়া মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দুর আবেদন, মোদি যেন নিজে এই বিষয়গুলির দিকে নজর দেন ৷ এবং দুর্নীতির পর্দাফাঁস করতে সক্রিয় ভূমিকা পালন করেন ৷

আরও পড়ুন: Mamata-Modi Meeting: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার

এক্ষেত্রে নির্দিষ্টভাবে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, 100 দিনের কাজের আওতায় বৃক্ষরোপণের নামে মোটা টাকার গরমিল করা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় 100 দিনের কাজের আওতায় ফলের গাছ লাগানো হয়েছে ৷ উপকূলীয় এলাকায় লাগানো হয়েছে ম্য়ানগ্রোভের বীজ ৷ অথচ, পরবর্তীতে যখন কেন্দ্রীয় আধিকারিকরা সেখানে পৌঁছন, তাঁরা কোনও বৃক্ষরোপণ কর্মসূচির প্রমাণ পাননি ৷ তখন তাঁদের বলা হয়েছে, ইয়াস, আমফানের মতো ঘূর্ণিঝড়ে সেইসব গাছ নাকি নষ্ট হয়ে গিয়েছে ! এমনকী, প্রাকৃতিভাবে বেড়ে ওঠা গাছকে 100 দিনের প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে !

  • Even natural calamities such as Cyclone Amphan & Yaas and health disaster such as the Covid pandemic have been squeezed to extract illicit money through corrupt means by misusing relief distribution & pandemic purchase.
    MGNREGA too has been turned into a money minting machinery. pic.twitter.com/CNxPJVdRVb

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়াও, শুভেন্দুর অভিযোগ, একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিজেদের বলে চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার ৷ তারা সেইসব প্রকল্পের নাম বদলে ফেলছে ৷ ক্রমে এই প্রকল্পগুলি রাজ্য সরকারের 'ট্রেডমার্ক'-এ পরিণত হচ্ছে ! শুভেন্দুর বার্তা, এভাবে বহু ক্ষেত্রে সাধারণ মানুষ যেমন কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনই প্রকল্পগুলি সম্পর্কে তাঁদের মনে ভ্রান্ত ধারণাও তৈরি হচ্ছে ৷ শুভেন্দু এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ৷

প্রসঙ্গত, চারদিনের সফরে আপাতত দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শুক্রবার নিজের সরকারি বাসভবনেই তাঁর সঙ্গে প্রায় 45 মিনিট ধরে বৈঠক করেছেন মোদি ! যার জেরে 'সেটিং তত্ত্ব' নিয়ে সরব হয়েছে বাম-কংগ্রেস ৷ যদিও তৃণমূলের দাবি, রাজ্যের বকেয়া অর্থ আদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর দুয়ারে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরে মোদিকে একটি চিঠিও দিয়েছেন মমতা ৷ তার 24 ঘণ্টার মধ্যেই শুভেন্দুর মোদিকে চিঠি পাঠানো আদতে রাজনীতির পালটা চাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.