SC On PM Security Breach : প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত শীর্ষ আদালতের

author img

By

Published : Jan 10, 2022, 1:17 PM IST

Updated : Jan 10, 2022, 2:40 PM IST

supreme court will form probe panel headed by retired judge in pm security breach case

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা লঙ্ঘিত (PM Narendra Modi's Security Breach) হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) ৷ সোমবার সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত ৷ শীর্ষ আদালত গঠিত সংশ্লিষ্ট তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ৷

নয়াদিল্লি,10 জানুয়ারি : সাম্প্রতিক পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে (PM Narendra Modi's Security Breach) পড়ার ঘটনায় স্বতন্ত্র তদন্ত কমিটি তৈরি করার সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালতের ৷ কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি (Supreme Court will form Probe Panel headed by Retired Judge) ৷ সোমবার সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷

আরও পড়ুন : PM Security Breach : প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনে মামলা শুরু শীর্ষ আদালতে

গত 5 জানুয়ারি পঞ্জাবে নির্বাচনী প্রচার-সহ বেশ কিছু কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই সফরেই ফিরোজপুর যাওয়ার পথে তাঁর কনভয় আটকে দেন স্থানীয় কৃষকরা ৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ৷ বিজেপি তথা গেরুয়া শিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে ৷ আর তার জন্য পঞ্জাব সরকারকেই দায়ী করেছে তারা ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করে একটি সংগঠন ৷ তারই প্রেক্ষিতে এদিন এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : PMs New Maybach Car : প্রধানমন্ত্রীর গাড়ির দাম নিয়ে খবর সঠিক নয়, দাবি কেন্দ্রীয় সূত্রের

জানা গিয়েছে, এদিন শীর্ষ আদালত যে তদন্ত কমিটি গঠনের কথা বলেছে, তাতে চণ্ডীগড়ের ডিজিপি, এনআইএ-র আইজি, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং পঞ্জাবের এডিজিপি (নিরাপত্তা)-কে রাখা হবে ৷ এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই পঞ্জাব সরকারের একাধিক উচ্চপদস্থ কর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, কেন্দ্রের এই পদক্ষেপকে ‘স্ববিরোধী’ বলে কটাক্ষ করেছে শীর্ষ আদালত ৷ আদালতের বক্তব্য, কেন্দ্র যদি ওই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করে, তাহলে তার অর্থ হল এসপিজি আইন কোথাও লঙ্ঘিত হয়েছে কিনা, কেন্দ্র তা খতিয়ে দেখতে চাইছে ৷ আবার তারাই পঞ্জাবের মুখ্যসচিব এবং ডিজিকে অপরাধী হিসাবে দেগে দিচ্ছে ৷ একইসঙ্গে করা এই দু’টি পদক্ষেপ পরস্পরবিরোধী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated :Jan 10, 2022, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.