Forced Religious Conversion: জোর করে ধর্মান্তকরণ অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Nov 14, 2022, 7:27 PM IST

Supreme Court Says Forced Religious Conversion is Very Serious Matter

জোর করে ধর্মান্তকরণের (Forced Religious Conversion) জন্য তামিলনাড়ুর এই স্কুল ছাত্রী আত্মঘাতী হয় বলে অভিযোগ উঠেছিল ৷ তার প্রেক্ষিতেই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ৷ সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, জোর করে ধর্মান্তকরণ অত্যন্ত গুরুতর বিষয় ৷

নয়াদিল্লি, 14 নভেম্বর: জোর করে ধর্মান্তকরণ (Forced Religious Conversion) খুবই গুরুতর বিষয় ৷ সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এই নিয়ে কেন্দ্রকে শীর্ষ আদালতের নির্দেশ, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এই নিয়ে যথাযথ পদক্ষেপ করা উচিত ৷

সুপ্রিম কোর্টে বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি এম আর শাহ ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে ৷ ওই বেঞ্চই এদিন জোর করে ধর্মান্তকরণ নিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছে ৷ কেন্দ্রকে এই নিয়ে পদক্ষেপও করতে বলেছে ৷ পাশাপাশি জানতে চেয়েছে যে কেন্দ্র এই নিয়ে কী পদক্ষেপের কথা ভাবছে ৷

আদালত মনে করে, জোর করে ধর্মান্তকরণের বিষয়টি খুবই গুরুতর ৷ এটা জাতীয় নিরাপত্তার উপর খারাপ প্রভাব ফেলতে পারে ৷ ধর্মীয় স্বাধীনতার উপরও খারাপ প্রভাপ ফেলতে পারে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করা৷ আর জোর করে ধর্মান্তকরণ আটকাতে কী পদক্ষেপ করা যায়, তা ঠিক করা উচিত কেন্দ্রের ৷

তামিলনাড়ুর (Tamil Nadu) ঘটনার প্রেক্ষিতে এই মামলা দায়ের হয় ৷ সেখানে মিশনারী স্কুলে পাঠরতা এক ছাত্রীকে জোর করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ উঠেছিল (TN Forced Conversion Issue) ৷ 17 বছরের ওই মেয়েটি সেই কারণে আত্মঘাতী হয় বলে অভিযোগে ৷

আদালতে দায়ের করা মামলায়, এই নিয়ে এনআইএ (NIA), সিবিআই (CBI), ও জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) তদন্তের নির্দেশ চাওয়া হয়েছিল ৷ অর্থ বা উপহারের লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আদালতের নির্দেশের আবেদন জানানো হয়েছিল ৷ আবেদনে বলা হয়েছিল যে আদালত কেন্দ্রকে নির্দেশ দিক, যাতে আইন কমিশনের সঙ্গে আলোচনা করে এর বিরুদ্ধে বিল আনা যায় ৷

আরও পড়ুন: দেশজুড়ে ধর্মান্তকরণ বিরোধী আইন আনার পরিকল্পনা নেই: কেন্দ্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.