Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

author img

By

Published : Aug 17, 2021, 4:53 PM IST

supreme court-issues-notice-to-centre-on-pegasus spying case

আদালতের নজরদারিতে পেগাসাসের (Pegasus) তদন্ত হোক ৷ পিটিশনারদের এই আবেদনের শুনানিতে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ 10 দিনের মধ্যে নোটিসের জবাব দিতে হবে ৷

নয়াদিল্লি, 17 অগস্ট : শীর্ষ আদালতের নজরদারিতে পেগাসাস (Pegasus) কাণ্ডের তদন্ত করা হোক ৷ পিটিশনারদের এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ 10 দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে ৷ তবে জাতীয় নিরাপত্তায় (National Security) আঘাত লাগে, এমন কোনও তথ্য সরকারকে প্রকাশ্যে আনতে হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত ৷

প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, 10 দিন পর আবার এই মামলার শুনানি হবে এবং এর ভবিষ্যৎ নির্ধারিত হবে ৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, এটা যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয়, তাই সরকার এটা বলতে পারে না যে, নজরদারি চালাতে তারা পেগাসাস বা অন্য কোনও সফটওয়্যার ব্যবহার করেছিল কি না ৷ এ প্রসঙ্গে তুষার মেহতা বলেন, "স্বাধীন বিশেষজ্ঞ কমিটিকে সবিস্তার তথ্য জানাতে সরকার প্রস্তুত রয়েছে ৷"

আরও পড়ুন: Pegasus: সুপ্রিম কোর্টে পেগাসাস অভিযোগ অস্বীকার, তদন্ত কমিটি গঠন করছে কেন্দ্র

শীর্ষ আদলতের তরফে বলা হয়েছে, "বিচারবিভাগ হিসেবে আমরা দেশের সুরক্ষার বিষয়ে কোনও আপোষ করতে চাই না ৷" পেগাসাস নিয়ে আরও বিস্তারিত তথ্য সম্বলিত কোনও হলফনামা কেন্দ্র পেশ করতে চায় কি না, তা এ দিন জানতে চায় সুপ্রিম কোর্ট ৷ জবাবে কেন্দ্র জানিয়েছে, এর সঙ্গে যেহেতু জাতীয় সুরক্ষার বিষয়টি জড়িত, তাই তারা এ ব্যাপারে প্রকাশ্যে অতিরিক্ত তথ্যের কোনও হলফনামা পেশ করতে পারবে না ৷

আরও পড়ুন: Pegasus : মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট

সলিসিটর জেনারেল আজ বলেছেন, "কোনও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, কোনটা হয়নি, এগুলি জনসমক্ষে হলফনামা দিয়ে প্রকাশ করা যায় না ৷ এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে ৷"

আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

তবে জাতীয় স্বার্থে আঘাত লাগে, এমন কোনও তথ্য তারা চাইছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ও পিটিশনাররা ৷ এ ব্যাপারে কেন্দ্রকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত ৷ কেন্দ্রের জবাব পাওয়ার পরই ঠিক হবে যে, পেগাসাস তদন্তে আদালতের নজরদারিতে তদন্ত কমিটি গঠন করা হবে কি না ৷ 10 দিন পর ফের এই মামলার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.