Supreme Court : অবাধ-শান্তিপূর্ণ ভাবে পৌরভোট করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Nov 11, 2021, 5:03 PM IST

Updated : Nov 11, 2021, 5:47 PM IST

supreme court directs tripura government to ensure free fair elections

শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ৷ ত্রিপুরা সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামী 25 নভেম্বর উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে পৌর-নির্বাচন রয়েছে ৷ সেই নিয়েই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

নয়াদিল্লি, 11 নভেম্বর : শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ৷ ত্রিপুরা সরকারকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামী 25 নভেম্বর উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে পৌর-নির্বাচন রয়েছে ৷ সেই নিয়েই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন : Tripura TMC : লক্ষ্য পৌরভোট, একদল নেতাকর্মীকে ত্রিপুরায় পাঠাল তৃণমূল

মামলাটি করেছিলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব ৷ কারণ, তৃণমূল ওই রাজ্যে এবার প্রথমবার ভোটে লড়াই করছে ৷ তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার শাসক দল বিজেপি সেখানে বিরোধীদের প্রচারে বাধা দিচ্ছে ৷ ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে ৷

বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও সূর্য কান্ত ও বিক্রম নাথের বেঞ্চে ৷ সেই শুনানিতে শীর্ষ আদালত জানায় যে ত্রিপুরা সরকার ও ত্রিপুরার ডিজিপি-কে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য সবরকম ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন : Tripura Election : ত্রিপুরায় পৌর নির্বাচন থেকে সরলেন তৃণমূলের চার জন-সহ 36 বিরোধী প্রার্থী

এই নিয়ে একটি অন্তবর্তী নির্দেশ এদিন সুপ্রিম কোর্ট জারি করেছে ৷ সেখানে ভোটের প্রচার নিয়ে আসা অভিযোগগুলির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক করতে হবে ৷ অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ৷

Last Updated :Nov 11, 2021, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.