SpiceJet: বিমানচালকদের বেতন বাড়ছে 20 শতাংশ, ঘোষণা স্পাইসজেটের

author img

By

Published : Sep 22, 2022, 1:19 PM IST

SpiceJet announces 20 percent salary hike for pilots from October

সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও বিমানচালকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করল স্পাইসজেট (SpiceJet) কর্তৃপক্ষ ৷ আগামী অক্টোবর মাস থেকে 20 শতাংশ বেতন বাড়বে বিমানচালকদের (Pilot) ৷

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: স্পাইসজেটের (SpiceJet) বিমানচালকদের (Pilot) জন্য সুখবর ৷ আগামী অক্টোবর মাস থেকেই তাঁদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ ৷ উল্লেখ্য, স্পাইসজেটের উপর এখনও বিধিনিষেধ বজায় রেখেছে ভারতের অসামিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (Director General of Civil Aviation) বা ডিজিসিএ (DGCA) ৷ বুধবারই তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, স্পাইসজেটের উপর কার্যকর হওয়া বিধিনিষেধের মেয়াদ আগামী 29 অক্টোবর পর্যন্ত বাড়ানো হল ৷ তারপরও সংস্থার তরফে বিমানচালকদের বেতন 20 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্ত কার্যকর করা হবে আগামী অক্টোবর মাস থেকে ৷ প্রসঙ্গত, বিধিনিষেধের জেরে আপাতত তাদের ক্ষমতার মাত্র 50 শতাংশ বিমানই ওড়াতে পারছে স্পাইসজেট কর্তৃপক্ষ ৷

উল্লেখ্য, এর আগে গত মাসেও স্পাইসজেটের তরফে কর্মীদের বেতন 6 শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ৷ সূত্রের দাবি, গত সপ্তাহেই এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্য়ারান্টি স্কিম (ECLGS)-এর আওতায় 125 কোটি টাকা পেয়েছে এই বেসরকারি উড়ান সংস্থা ৷ আর তারপরই বিমানচালকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হল ৷

আরও পড়ুন: স্পাইসজেট 80 জন পাইলটকে বিনা বেতনে তিন মাসের ছুটিতে পাঠালো

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এ নিয়ে বিমানচালকদের বিশেষ বার্তা দেওয়ারও চেষ্টা করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ ৷ সংস্থার হয়ে ক্য়াপ্টেন গুরুচরণ অরোরা বিমানচালকদের বলেন, "আমরা আমাদের প্রতিশ্রুতি রাখছি ৷ আমরা কথা দিয়েছিলাম, ব্যবসার বহর বাড়লে কর্মীদের বেতনও বাড়ানো হবে ৷ তার জেরেই আগামী অক্টোবর মাস থেকে আমাদের ক্যাপ্টেন এবং সিনিয়র ফার্স্ট অফিসারদের বেতন বাড়ানো হবে ৷"

প্রসঙ্গত, কিছু দিন আগেই স্পাইসজেট কর্তৃপক্ষ প্রায় 80 জন বিমানচালককে বিনা বেতনের ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সূত্রের দাবি, প্রয়োজনের অতিরিক্ত বিমানচালকের খরচ বহন করতে না পেরেই এমন পদক্ষেপ করা হয়েছিল ৷ উল্লেখ্য, গত কয়েক মাসে স্পাইসজেটের একাধিক বিমানে নানা ত্রুটি ধরা পড়েছে ৷ তার জেরেই তাদের উড়ানের উপর নিয়ন্ত্রণ জারি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.