Money fraud in Ranaghat : রানাঘাট পৌরসভার প্রশাসকের নাম করে প্রতারণা

author img

By

Published : Dec 5, 2021, 5:07 PM IST

ranaghat

রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা চাওয়া হয়েছে বেশ কিছু মানুষের কাছে (ranaghat money fraud with fake accounts) বলে অভিযোগ ৷ প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কোশলবাবু ৷

রানাঘাট, 5 ডিসেম্বর : রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের নাম করে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা প্রতারণার অভিযোগ উঠল কিছু প্রতারকের বিরুদ্ধে (ranaghat money fraud with fake accounts) । ইতিমধ্যেই এই বিষয়ে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোশলবাবু ৷ তাঁর অভিযোগ, তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে লোকজনের কাছে টাকা চাওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই এই ফাঁদে পা-ও দিয়েছেন এক ব্যক্তি ৷

কোশলবাবু বলেন, "কয়েকদিন ধরে আমার শরীর খারাপ হয়েছে এটা ঠিক ৷ কিন্তু আমি কারও কাছে এ বিষয়ে টাকা চাইনি । আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সেখান থেকেই বেশ কয়েকজনের কাছে টাকা চাওয়া হয়েছে আমার নাম করে । ইতিমধ্যেই এই বিষয়ে আমি রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি । পুলিশকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছি ।"

রানাঘাট পৌরসভার প্রশাসকের নাম করে টাকা প্রতারণা

আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

তিনি আরও জানান, ইতিমধ্যেই প্রতারকের এই ফাঁদে পা দিয়ে প্রায় 8500 টাকা খুইয়েছেন তাঁর এক পরিচিত ৷ তাই তিনি অনুরোধ করেন কেউ যাতে প্রতারকের পাল্লায় পড়ে টাকা না দেন ৷ একইসঙ্গে তাঁর আরও সন্দেহ, হয়ত তাঁকে বদনাম করার জন্যই ঘটানো হচ্ছে এ ধরনের ঘটনা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.