Flight Takes Off Without 35 Passengers: 35 জন যাত্রীকে ফেলে রেখে অমৃতসর থেকে উড়ল সিঙ্গাপুরগামী বিমান

author img

By

Published : Jan 19, 2023, 12:37 PM IST

Airline

অমৃতসর বিমানবন্দর থেকে 35 জন যাত্রীকে ফেলে রেখে সিঙ্গাপুরগামী একটি বিমান (Singapore Bound Flight) উড়ে যায় বলে অভিযোগ ৷ নির্ধারিত সময়ের আগে উড়ে যায় বলেই এই বিপত্তি, এমনটাই জানা গিয়েছে ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA Orders Probe) ৷

নয়াদিল্লি, 19 জানুয়ারি: নির্ধারিত সময়ের কয়েকঘণ্টা আগেই অমৃতসর বিমানবন্দর (Amritsar Airport) থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানের উড়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে ৷ ফলে ঘটনার দিন 35 জন যাত্রী ওই বিমানে যাত্রা করতে পারেননি ৷ এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ ।

বিমানে বিপত্তি: অভিযোগ, স্কুট এয়ারলাইনের (Scoot Airline) ওই ফ্লাইটটি অমৃতসর বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যা 7টা 55 মিনিটে ছাড়ার কথা ছিল ৷ কিন্তু দুপুর 3টের সময় ওই ফ্লাইট টেক অফ করে ৷ নির্ধারিত সময়ের প্রায় 5 ঘণ্টা আগে বিমানটি ছেড়ে যায় ৷ অভিযোগ পাওয়ার পরই এই নিয়ে তদন্তের নির্দেশ দেয় বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ৷

এদিকে এই ঘটনার জেরে বুধবার অমৃতসর বিমানবন্দরে ব্যাপক গোলমাল হয় ৷ বিমান ধরতে না পেরে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট যাত্রীরা ৷ তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেন ৷ তখন বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ওই বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় ৷ সেই সময় বিমান সংস্থা দাবি করে যে যাত্রীদের ইমেলের মাধ্যমে ফ্লাইটের সময় পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে হয়েছে যাত্রীদের ।

অমৃতসর বিমানবন্দরের ডিরেক্টর জানান, প্রায় 280 জন যাত্রীর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু 30 জনেরও বেশি যাত্রীকে না নিয়ে 253 জন যাত্রীকে নিয়ে চলে যায় ৷ ডিজিসিএ-র তরফে স্কুট এয়ারলাইন ও অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর চেয়েছে ৷ স্কুট এয়ারলাইন সিঙ্গাপুরের কম খরচের বিমানসংস্থা ৷ যা সিঙ্গাপুর এয়ারলাইন্সের অধীনে কাজ করে ৷

কী বলছে বিমান সংস্থা: এয়ারলাইনের দাবি, সমস্ত যাত্রীদের ইমেলের মাধ্যমে সময় পরিবর্তন সম্পর্কে অবহিত করা হয়েছিল ৷ বিমানবন্দরের একজন আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, যে যাত্রীরা বিমান ধরতে পারেননি, তাঁরা এক ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছিলেন ৷ তাঁর কাছেও ইমেল যায় ৷ কিন্তু তিনি সংশ্লিষ্ট যাত্রীদের না জানানোতেই এই বিপত্তি ঘটে ৷ যাঁরা সময়মতো এসেছিলেন, তাঁদের নিয়ে উড়ে যায় ওই বিমান ৷

বেঙ্গালুরুর ঘটনার পুনরাবৃত্তি: এদিকে, বেঙ্গালুরু বিমানবন্দর (Bengaluru Airport) থেকে সম্প্রতি একই ধরনের ঘটনার কথা জানা গিয়েছিল ৷ সেখানে গো ফার্স্টের দিল্লিগামী একটি ফ্লাইট 55 জন যাত্রীকে না নিয়ে চলে যায় ৷ অথচ তাঁরা বিমানবন্দরের শাটল বাসে বিমানের দিকেই যাচ্ছিলেন ৷ ওই যাত্রীদের চার ঘণ্টা পরে অন্য ফ্লাইটে গন্তব্যের পথে রওনা করে দেওয়া হয় ৷ ওই ঘটনায় ডিজিসিএ গো ফার্স্ট এয়ারলাইন্সের চিফ অপারেশন অফিসারকে শোকজ করেছে ৷ জানতে চেয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে এই ঘটনায় কেন কোনও পদক্ষেপ করা হবে না ৷

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.