বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন

বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
Firing in Lakhisarai Bihar: বেশ কিছু দিন আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিহারের লক্ষীসরাইয়ের এই তরুণ-তরুণী ৷ প্রেমিক চেয়েছিলেন বিয়ে করতে ৷ কিন্তু প্রেমিকার পরিবারের লোকজনের তাতে সম্মতি ছিল না ৷ অভিযোগ, তার জেরেই প্রেমিকার পরিবারের 6 জনকে সোমবার সকালে গুলি করেন প্রেমিক ৷ এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
লক্ষীসরাই (বিহার), 20 নভেম্বর: মর্মান্তিক! বিহারের লক্ষীসরাইয়ে যা ঘটল তা সত্যিই মনকে নাড়িয়ে দেয় । প্রেমিকার পরিবার বিয়েতে রাজি হয়নি তাই গুলি করে খুন করার পরিকল্পনা করে প্রেমিক ৷ সোমবার সকালে স্থানীয় পাঞ্জাবি মহল্লার কাছে ওই পরিবারের সদস্যেরা ছট পুজো সেরে বাড়ি ফিরছিলেন ৷ তখনই তাঁদের উপর গুলি চালায় প্রেমিক তথা আশিস চৌধুরি ৷ ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ আজ সকালে প্রেমিকার পরিবারের 6 জনকে উদ্দেশ্য করে গুলি করে প্রেমিক ৷ তাতেই মারা যান তিন জন ৷ মৃত তিন সদস্যের মধ্যে রয়েছেন প্রেমিকাও ৷ এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
-
VIDEO | Several members of a family were shot in firing at Bihar's Lakhisarai. More details are awaited. pic.twitter.com/4LWy53Wk9J
— Press Trust of India (@PTI_News) November 20, 2023
আহতদের প্রথমে বেগুসরাই হাসপাতালে ভরতি করানো হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পটনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে গুলি চালানো হয়েছে বলে পুলিশের অনুমান। এই প্রসঙ্গে লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার বলেন, "ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি মহল্লায়। একটি পরিবারের 6-7 জন সদস্য ছটপুজোর পর ঘাট থেকে ফিরছিলেন, তখন আশিস চৌধুরি নামে এক ব্যক্তি, যিনি ওই তরুণীর বাড়ির সামনেই থাকত, সে তাঁদের ওপর গুলি চালায়।"
তিনি আরও বলেন, "এতে ছ'জন গুলিবিদ্ধ হয়। গুলি করার পর ঘটনাস্থলেই দু'জন মারা যায় ৷ আরও চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ৷ অভিযুক্ত আশিস চৌধুরি ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু পরিবারের সদস্যরা তা মেনে নিতে চাননি ৷ আমরা তদন্ত করছি, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।"
আরও পড়ুন:
