Ram Idol in UP: গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও লম্বা রামের মূর্তি পাবে অযোধ্যা

author img

By

Published : Sep 20, 2022, 1:35 PM IST

Ram idol in UPs Ayodhya to be taller than Statue of Unity

গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির (Statue of Unity) থেকেও লম্বা রামের মূর্তি (Ram idol) তৈরি হবে উত্তরপ্রদেশের অযোধ্যায় ৷ গড়বেন শিল্পী রামভি সুতার ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) ইতিমধ্যে রামের মূর্তিটি গড়ার অনুমোদন দিয়েছেন ৷

অযোধ্যা, 20 সেপ্টেম্বর: অযোধ্যায় হতে চলেছে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও লম্বা রামের মূর্তি (Ram idol) ৷ এই মূর্তি গড়বেন প্রখ্যাত ভাস্কর ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত রামভি সুতার (Padma Bhushan awardee Ram V Sutar) ৷ তিনি গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন ৷

জানা গিয়েছে, রামের মূর্তিটি বল্লভভাই প্যাটেলের মূর্তির (Sardar Vallabhbhai Patel) তুলনায় লম্বা হবে । শিল্পী তাঁর ছেলে অনিলের (Anil Sutar) সঙ্গে অযোধ্যাতেই রয়েছেন ৷ সেখানে লতা মঙ্গেশকর চকের (Lata Mangeshkar Chowk) হচ্ছে মূর্তি তৈরির কাজ । তারই তদারক করছেন তিনি ৷ এই বছরের শুরুতে প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী । প্রয়াত গায়িকার (Legendary Singer) নামেই এই স্কোয়ারটি তৈরি করা হচ্ছে ।

এর আগে রামভি সুতার মুম্বইতে ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) 212 মিটার, বাবা সাহেবের (Baba Saheb) 137.2 মিটার ও কর্ণাটকে 46.6 মিটারের লম্বা শিবের (Shiva idol) মূর্তি নির্মাণের প্রকল্পে কাজ করছেন ৷ তিনি বলেন, "অযোধ্যায় যে ভগবান রামের মূর্তি তৈরি হবে সেটি 251 মিটার উঁচু ৷ স্ট্যাচু অফ ইউনিটির থেকে 69 মিটার উঁচু হবে এই মূর্তি ।"

প্রসঙ্গত, গুজরাটে সর্দার প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা 182 মিটার । রামভি সুতারের ছেলে অনিল বলেন, "সাহিবাদে আমার ওয়ার্কশপে তৈরি হবে রামের মূর্তিটি । এই মূর্তি তৈরি করতে প্রায় দু'হাজার কারিগর লাগবে । গুজরাটের সর্দার প্যাটেলের মূর্তিটি সাড়ে তিন বছরে এক হাজার দক্ষ কারিগর তৈরি করেছিলেন ।"

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) ইতিমধ্যে রামের মূর্তি গড়ার অনুমোদন দিয়েছেন ৷ মূর্তিটি তৈরি করার জন্য যথাযথ জমি খোঁজা চলছে ৷ সেটা পাওয়া গেলেই এর কাজ শুরু হবে ।

আরও পড়ুন: অধিবেশনের একটি দিন শুধুই মেয়েদের, ইতিহাস যোগী রাজ্যে

রামের মূর্তির মডেলটি 2018 সালে যোগী আদিত্যনাথের সামনে একটি প্রতিযোগিতায় তুলে ধরা হয়েছিল । এরপরেই এটি নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর তরফে অনুমতি দেওয়া হয়েছে । এই মুহূর্তে মূর্তি গড়ার জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে । জমি পাওয়া গেলেই প্রায় চার বছরের মধ্যে রামের মূর্তিটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। মূর্তিটির নকশা তৈরি করেছেন রাম সুতার ও তাঁর ছেলে অনিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.