ভারতমাতার জয়ের বদলে আদানির জয় বলা উচিত প্রধানমন্ত্রীর, কটাক্ষ রাহুলের

ভারতমাতার জয়ের বদলে আদানির জয় বলা উচিত প্রধানমন্ত্রীর, কটাক্ষ রাহুলের
রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷ আদানি প্রসঙ্গও তোলেন তিনি ৷
বুন্দি, 19 নভেম্বর: রবিবার রাজস্থানের বুন্দিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আদানি প্রসঙ্গ তুলে সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী মোদি শিল্পপতি গৌতম আদানীর হয়ে কাজ করেন বলে অভিযোগ রাহুলের ৷ রাহুল এদিন বলেন,"ভারত মাতার জয়ের বদলে প্রধানমন্ত্রীর বলা উচিত আদানি জী কি জয় ৷"
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কথায়, দেশের গরিব মানুষ, কৃষক ও শ্রমিকরা হলেন 'ভারত মাতা', যখন সমাজের এই অংশের মানুষদের ভাগীদারি এই দেশে নিশ্চিত হবে তখন ভারত মাতার আসল 'জয়' হবে ৷ রাহুল গান্ধি এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চান দুটি হিন্দুস্তান তৈরি করতে ৷ একটি গৌতম আদানির জন্য অপরটি দেশের গরিব জনগনের জন্য ৷
কংগ্রেস-সহ বিরোধীরা জাতগণনার দাবি তুলেছে দেশে ৷ জনগণনার পাশাপাশি পৃথকভাবে জাতগণনা হোক দেশে এমনটাই দাবি কংগ্রেসের ৷ এদিন ভোট প্রচারে গিয়েও ফের সেই প্রসঙ্গ তোলেন রাহুল ৷ জাতগণনার দাবি তোলার পাশাপাশি, এদিন রাহুলের কটাক্ষ, নরেন্দ্র মোদি দেশে কোনও মতেই জাতগণনা করাবেন না ৷ কংগ্রেস যে দেশে জাতগণার পক্ষে এবং ক্ষমতায় এলে দেশে এই কাজ করবে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষদের সুবিধার জন্য এদিন তাঁও বলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কংগ্রেস জাতগণনা করাবে ৷"
পাশাপাশি, শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্ত যৌথ সংসদীয় কমিটি দ্বারা করানোর ফের দাবি করেছেন রাহুল ৷ রাজস্থানে বিধানসভা নির্বাচন আগামী 25 নভেম্বর ৷ ফলপ্রকাশ আগামী 3 ডিসেম্বর ৷ বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ রাজস্থানে এবার কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি ৷
আরও পড়ুন:
