Rahul Message to Gehlot: 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দিয়ে গেহলতকে বার্তা রাহুলের

author img

By

Published : Sep 22, 2022, 6:52 PM IST

Rahul Gandhi emphasises 'one person, one post' norm in message to Ashok Gehlot

'এক ব্যক্তি এক পদ' (One person one post) নীতির কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচনের (congress presidential election) আগে অশোক গেহলতকে (Rahul Message to Gehlot) বার্তা দিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷

এর্নাকুলাম, 22 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress presidential election) নিয়ে জটিলতা এখনও কাটছে না ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) সোনিয়া গান্ধির উত্তরসূরী হতে চাইলেও তাঁর মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ইচ্ছে নেই বলে শোনা গিয়েছে নানা মহলে ৷ এ বার সুকৌশলে তাঁর প্রতি বার্তা পাঠালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ তিনি মনে করিয়ে দিলেন দলের 'এক ব্যক্তি এক পদ' (One person one post) নিয়মের কথা ৷

এ দিন এর্নাকুলামে সাংবাদিক সম্মেলন করে রাহুল বললেন, কংগ্রেসের শীর্ষ পদের নির্বাচনের ক্ষেত্রে দলের উদয়পুরের চিন্তন শিবিরে গৃহীত সিদ্ধান্ত মেনে চলা হবে বলে তিনি আশা করেন ৷ নাম না করে গেহলতকেই যেন বার্তা দিয়েছেন তিনি ৷ কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শগত পদ হিসেবে বর্ণনা করে রাহুল বলেছেন, ওই পদ দেশের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও কিছু ভাবনার প্রতিনিধিত্ব করে ৷

ভারত জোড়ো যাত্রার পঞ্চদশতম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, "আপনি একটা পদ নেবেন ৷ এটা একটা ঐতিহাসিক পদ এবং এটি দেশের দৃষ্টিভঙ্গির পরিচায়ক ৷ এটা শুধু একটা সাংগঠনিক পদ নয় ৷ কংগ্রেস সভাপতি একটি আদর্শগত পদ, এটা একটা বিশ্বাসের সিস্টেম ৷ আমার পরামর্শ এটাই হবে যে, যিনিই সভাপতি হোন, তাঁর এটা মনে রাখা উচিত যে তিনি একগুচ্ছ ভাবনা, বিশ্বাসের সিস্টেম ও দেশের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে ৷"

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ, সোনিয়ার পর কে ?

রাহুল আরও বলেন, "আমরা উদয়পুরে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, 'এক ব্যক্তি এক পদ' হল কংগ্রেসের প্রতিশ্রুতি এবং আমি আশা করব দলের সভাপতি পদের নির্বাচনে সেই প্রতিশ্রুতি মেনে চলা হবে ৷" উদয়পুরের চিন্তন শিবিরে বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস ৷ তার মধ্যে একটি ছিল এক ব্যক্তি এক পদ নীতি ৷

আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে রাহুল গান্ধি লড়ছেন না বলেই সূত্রের খবর ৷ ফলাফল ঘোষণা হবে 19 অক্টোবর ৷ এই নির্বাচনে লড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলত ৷ দল তাঁকে যে দায়িত্ব দেবে তা তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়ে বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী দেখা করেন সোনিয়া গান্ধির সঙ্গে ৷ অপরদিকে, দলের আরও এক শীর্ষ নেতা শশী থারুরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনিও কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে লড়বেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.