Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

author img

By

Published : Oct 14, 2021, 1:05 PM IST

Pune Police issues lookout notice for man in viral selfie with Aryan Khan at NCB office

আরিয়ানের সঙ্গে সেলফি তুলে প্রচারে আসেন কিরণ গোসাভি ৷ তাঁর নামে লুকআউট নোটিস জারি করল পুণে সিটি পুলিশ ৷ 2018 সালের একটি মামলায় অভিযুক্ত কিরণ পুলিশের খাতায় পলাতক আসামী ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর : শাহরুখ-পুত্রের সঙ্গে সেলফি তুলে বিপাকে ৷ ভাইরাল সেলফির চিত্রগ্রাহকের নামে লুকআউট নোটিস জারি করল পুনে সিটি পুলিশ (Pune City Police) ৷ মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) ৷ মাদক সেবনের অভিযোগে তাঁকে পাকড়াও করেছে এনসিবি (Narcotics Control Bureau) ৷ আরিয়ান ধরা পড়ার পর তাঁর সঙ্গে সেলফি তুলে তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন কিরণ গোসাভি (Kiran Gosavi) নামে এক ব্যক্তি ৷ ওই ব্যক্তি এনসিবি-র কেউ নন ৷ সেক্ষেত্রে কীভাবে তিনি কেন্দ্রীয় সংস্থার অভিযানে সামিল হলেন, আর কীভাবেই বা আরিয়ানের এত কাছে পৌঁছে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে ৷

আরও পড়ুন : Mumbai Cruise Drug : প্রমোদতরী কাণ্ডে আটক করলেও 3 বিজেপি ঘনিষ্ঠকে ছেড়েছে এনসিবি, অভিযোগ নবাব মালিকের

পুনে সিটি পুলিশের কমিশনার অমিতাভ গুপ্তা (Amitabh Gupta) জানিয়েছেন, কিরণের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে বুধবার ৷ তাঁর বিদেশে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ পুলিশের দাবি, তাদের খাতায় আগে থেকেই নাম রয়েছে কিরণের ৷ 2018 সালের একটি আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত এই কিরণ গোসাভি ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা পড়ে ৷

গত 2 অক্টোবর মুম্বই উপকূলে প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি (NCB) ৷ সূত্রের দাবি, এই ঘটনার সাক্ষী হিসাবে সেখানে উপস্থিত রাখা হয় কিরণ গোসাভিকে ৷ কিন্তু, তাঁর এই উপস্থিতি নিয়েই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য তথা এনসিপি (Nationalist Congress Party) নেতা নবাব মালিক (Nawab Malik) বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন ৷

আরও পড়ুন : Shah Rukh Khan: আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

অন্যদিকে, এনসিবি জানিয়েছে, কিরণ তাদের কর্মী বা আধিকারিক নন ৷ আর কিরণের সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে পুনে সিটি পুলিশ জানতে পেরেছে, 2018 সালের 19 মে পুনে শহরের ফারাসখানা থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগকারীর দাবি ছিল, মালয়েশিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিরণ তাঁর কাছ থেকে মোটা টাকা আদায় করেন ৷ কিন্তু শেষমেশ ওই ব্যক্তি চাকরি তো পাননি, উল্টে তাঁর টাকাও ফেরত দেননি কিরণ ৷ সেই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় কিরণের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ৷ কিন্তু পরে তিনি পালিয়ে যান ৷ খাতায় কলমে এখনও তিনি পলাতক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.