Smriti Irani ফোনে স্মৃতির গলা চিনতে না পারায় যোগীরাজ্যের কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

author img

By

Published : Aug 30, 2022, 2:33 PM IST

Probe ordered Against UP Official For Not Recognising Smriti Irani Over Phone

ফোনে স্মৃতি ইরানির (Smriti Irani) গলা চিনতে না পারায় তদন্তের নির্দেশ দেওয়া হল যোগীরাজ্যের এক সরকারি কর্মীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের দায়িত্ব পালন করতে পারেননি ওই কর্মী (Probe ordered Against UP Official)৷

অমেঠী (উত্তরপ্রদেশ), 30 অগস্ট: ফোনে কেন্দ্রীয় মন্ত্রী তথা অমেঠীর সাংসদ স্মৃতি ইরানির (Smriti Irani) গলা চিনতে পারেননি একজন লেখপাল (সরকারি কেরানি) ৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ অভিযোগ, নিজের দায়িত্ব পালন করেননি ওই কর্মচারী (Probe ordered Against UP Official)৷ সরকারি কাজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে সরাসরি ওই কর্মী অর্থাৎ লেখপালকে ফোন করেছিলেন স্মৃতি ইরানি ৷ তখন ফোনে তাঁর গলার স্বর বুঝতে না পেরে তাঁকে চিনতে অস্বীকার করেন ওই কর্মী ৷ এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷

গত 27 অগস্ট কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে অভিযোগ জানান মুসাফিরখানা তহশিলের পুরে পাহালওয়ান গ্রামের এক বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, স্কুলশিক্ষক বাবার মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী দেবীর যে পেনশন পাওয়ার কথা, তা তিনি পাচ্ছেন না ৷ সরকারি কেরানি দীপক সেই নথির ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করেননি বলেই তাঁর মা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন করুণেশ ৷ এই অভিযোগ পাওয়ার পর বিষয়টি জানতে চেয়ে ওই কেরানিকে সরাসরি ফোন করেন স্মৃতি ইরানি (Not Recognising Smriti Irani Over Phone)৷ তখন তাঁর গলার স্বর চিনতে পারেননি দীপক ৷

অমেঠীর চিফ ডেভলপমেন্ট অফিসার অঙ্কুর লাথার জানিয়েছেন, করুণেশের চিঠি বলে দিচ্ছে যে এটা মুসাফিরখানার লেখপাল দীপকের কর্মে শৈথিল্যের ঘটনা এবং তিনি তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি ৷ মুসাফিরখানার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন লাথার ৷ সেই তদন্তের প্রেক্ষিতে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়কের

শনিবার করুণেশের অভিযোগ পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী লেখপালকে ফোন করলে তিনি স্মৃতির কণ্ঠ চিনতে পারেননি ৷ এরপরই মন্ত্রীর ফোন পেয়ে সিডিও গৌতমপুর গ্রামসভায় কর্তব্যরত সেই লেখপালকে তাঁর অফিসে ডেকে পাঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.