PK behind TMC foray in Meghalaya: তৃণমূল নয়, মেঘালয়ে গাছ থেকে মুকুল ছিঁড়ে আনলেন প্রশান্তই !

author img

By

Published : Nov 25, 2021, 6:50 PM IST

Updated : Nov 25, 2021, 7:28 PM IST

Prashant Kishor apparently played an important role in Meghalaya in bringing Mukul Sangma to TMC

মুকুল সাংমা (Mukul Sangma in TMC) জানিয়েছেন, রাতারাতি কোনও সিদ্ধান্ত নেননি তিনি । বরং বেশ কিছু দিন ধরেই এ নিয়ে প্রশান্তর সঙ্গে কথা ((Prashant Kirshor's Role in Meghalaya) চলছিল তাঁর । প্রশান্তর কথায় আস্থা রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ।

নয়াদিল্লি, 25 নভেম্বর: রাজনীতির অঙ্ক কষাকষিতে আর মন নেই তাঁর । জীবনে অন্য কিছু করতে চান । বাংলার ভোটপর্ব মিটতে এমনটাই ঘোষণা করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর । কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee for Lok Sabha Election 2024) বৈতরণী পার করিয়ে দেওয়ার দায়ভার কার্যত নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি । রাতারাতি মেঘালয়ে তৃণমূলের অভ্যুত্থানের পিছনেও তাঁর ভূমিকাই এবার সামনে এল ।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নব্য তৃণমূল মুকুল সাংমা (Mukul Sangma in TMC) । সেখানেই তিনি স্পষ্ট করে দেন যে, রাতারাতি কোনও সিদ্ধান্ত নেননি তিনি । বরং বেশ কিছু দিন ধরেই এ নিয়ে প্রশান্তর সঙ্গে কথা ((Prashant Kirshor's Role in Meghalaya) চলছিল তাঁর । প্রশান্তর কথায় আস্থা রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি ।

মেঘালয়ে রাজনৈতিক (Meghalaya Political) পটভূমি বদল ব্যাখ্যা করতে গিয়ে মুকুল বলেন, "গণতন্ত্রে ভারসাম্য থাকাটা খুব জরুরি ৷ একটি সক্রিয় বিরোধী শিবিরেরের প্রয়োজন আমাদের ৷ দিল্লির নেতৃত্বকে তা জানিয়েওছিলাম ৷ বহু বার দিল্লি গিয়েছি ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ সেই সময় বিকল্প বিরোধী শিবিরের সন্ধান করতে গিয়েই বন্ধু প্রশান্ত কিশোরজির সঙ্গে আলাপ ৷ আলাপচারিতা শুরু হতেই বুঝলাম আমাদের লক্ষ্যও এক ৷ জনস্বার্থ সবকিছুর ঊর্ধ্বে ৷"

চলতি বছর অগস্টের শেষ দিকে ভিনসেন্ট পলার হাতে মেঘালয় প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেন দিল্লির নেতৃত্ব ৷ সেই থেকেই দেলর প্রতি প্রকাশ্যেই অসন্তোষ উগরে দিতে শুরু করেন মুকুল ৷ যদিও প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ভিনসেন্টের সঙ্গে বরাবরই কোন্দল মুকুলের ৷ দিল্লি নেতৃত্বও সে ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন ৷ তা সত্ত্বেও ভিনসেন্টের হাতে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হলে, বিষয়টি মেনে নিতে পারছিলেন না মুকুল ৷

আরও পড়ুন: Mukul Sangma in TMC: শক্তিশালী প্রতিপক্ষ হতে ব্যর্থ কংগ্রেস, তৃণমূলের হাত ধরার সিদ্ধান্তে যুক্তি মুকুলের

তবে ভিনসেন্ট প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার আগে থেকেই প্রশান্তর সঙ্গে যোগসাজশ তৈরি হয়েছিল মুকুলের ৷ সেপ্টেম্বরে কলকাতার ভবানীপুরে উপনির্বাচনের (Bhabanipur Bye Elections) প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময় কলকাতায় আসেন মুকুল ৷ সেখানেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান বলে প্রশান্তকে জানান মুকুল ৷ কিন্তু কোনও ভাবে সেই খবর দিল্লিতে পৌঁছে যায় ৷ তাতে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয় মুকুলকে ৷

সে যাত্রায় মুখরক্ষা করতে কংগ্রেসের অন্দরে সব কিছু ঠিক রয়েছে বলে প্রকাশ্যে বিবৃতিও দিতে হয় তাঁকে ৷ কিন্তু মুখে বিবৃতি দিলেও, ভিতরে ভিতরে তখন থেকেই প্রশান্তর সঙ্গে মুকুলের কথাবার্তা চলছিল বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর ৷

এই গোটা পর্বে প্রশান্তর ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷ কারণ এর আগে ভোটের কাজ ছেড়ে দেবে বলে ঘোষণা করলেও, দলবল নিয়ে ত্রিপুরা এবং গোয়ায় তৃণমূলের জমি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন প্রশান্ত ৷ এ বার মেঘালয়েও তাঁর ভূমিকা সামনে এল ৷

ঘটনাচক্রে, এই সবক’টি রাজ্যেই কংগ্রেস ভাঙিয়ে দলভারি করেছে তৃণমূল ৷ এর পিছনেও প্রশান্তর সঙ্গে কংগ্রেসের ক্রমশ তিক্ত হয়ে ওঠা সীমকরণ কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ কারণ কংগ্রেস প্রশান্তর হাত ধরতে চাইলেও, মতভেদের কারণে একাধিক বার তা ভেস্তে গিয়েছে ৷ তার জেরে প্রকাশ্যে কংগ্রেস এমনকি রাহুল গান্ধির তীব্র সমালোচনা করেছেন প্রশান্ত ৷

আরও পড়ুন: Mukul Sangma Joins TMC : উত্তর-পূর্ব ভারতে ঘাসফুল, তৃণমূলে মেঘালয়ের কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা

সেই তুলনায় মমতার সঙ্গে প্রশান্তর ঝাপড়া বেশ ভাল ৷ দু’জনের মতও মেলে বলে আগেই জানিয়েছিলেন প্রশান্ত ৷ মমতার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে প্রশান্ত জানিয়েছিলেন, এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, অন্যের পরামর্শ নিতে দ্বিধা করেন না মমতা ৷ তাই তাঁর সঙ্গে কাজ করার আলাদা সুখ রয়েছে ৷ 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা যখন দিল্লিতে বিজেপি বিরোধী জোটের প্রস্তাব নিয়ে ছুটে গিয়েছিলেন, সেখানে হাজির ছিলেন প্রশান্তও ৷

তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মমতাকে বিজেপি বিরোধী শিবিরের মুখ করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রশান্ত ৷ জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বিকল্প হিসেবে তৃণমূলকে তুলে ধরার কাজে মমতাকে সাহায্য করছেন তিনি ৷ সেই লক্ষ্য নিয়েই একের পর এক রাজ্যে মমতার বাজারের থলি নিজে হাতেই সাজিয়ে দিচ্ছেন তিনি ৷ সেই তালিকায় মেঘালয়ের মুকুল যেমন রয়েছেন, তেমনই এত কাল গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ মুখোপাধ্যায়, লুইজিনহো ফালেইরো, সুস্মিতা দেব, অশোক তানওয়ার রয়েছেন ৷

প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস দায়িত্বপালনে ব্যর্থ বলেই দলে দলে নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে যদিও দাবি করছে তৃণমূল ৷ কিন্তু নিন্দুকদের অভিযোগ, বিজেপি হটাও ডাক দিয়ে আসেল নরেন্দ্র মোদি-অমিত শাহের হয়ে ‘কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার কাজেই হাত দিয়েছেন মমতা ৷ আর সেই কাজে তাঁকে সাহায্য করছেন প্রশান্ত ৷

Last Updated :Nov 25, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.