Narendra Modi : মাহোবায় 3240 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদির

author img

By

Published : Nov 19, 2021, 5:41 PM IST

pm narendra modi inaugurates development projects worth Rs 3,240 crore in uttar pradesh Mahoba

শুক্রবার উত্তরপ্রদেশের মাহোবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন ৷

মাহোবা (উত্তরপ্রদেশ), 19 নভেম্বর : সাতসকালে ঘোষণা করেছেন যে, তাঁর সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিল করে দেওয়া হচ্ছে ৷ গোটা দেশে যখন এই সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হয়েছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির হলেন উত্তরপ্রদেশে ৷ ঘোষণা করলেন একাধিক সরকারি প্রকল্পের ৷ সেখানেও তাঁর নজরে ছিল যোগী রাজ্য়ের কৃষকরাই ৷

শুক্রবার উত্তরপ্রদেশের মাহোবায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন ৷ তার মধ্যে এমন কিছু প্রকল্প ছিল, যা উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের কৃষকদের জল সমস্যার সমাধান করবে ৷

আরও পড়ুন : Farm Laws Repealed : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

এদিন প্রকল্পের উদ্বোধনের পর গত সাত বছরে এনডিএ সরকার কী কী কাজ করছে আর তাঁর সরকারের ক্ষেত্রে মাহোবার গুরুত্ব কি তা বুঝিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘দিল্লির বন্ধ ঘর থেকে গত সাত বছরে দেশের প্রতিটি কোণায় সরকারকে আমরা নিয়ে এসেছি ৷ মাহোবা তার সাক্ষী ৷’’

কয়েকদিন আগে মাহোবা থেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছিল ৷ এদিন সেই বিষয়টিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি জানিয়েছেন যে, তিন তালাক রদ করার প্রতিশ্রুতি এই মাহোবা থেকেই তিনি দিয়েছিলেন ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : আইন প্রত্যাহার হলেও কৃষকদের বাকি দাবিগুলি মিটবে কি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.