Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি

author img

By

Published : Apr 13, 2022, 12:11 PM IST

PM Modi to be honoured with first Lata Deenanath Mangeshkar Award for selfless service to nation, society

দেশের জন্য নিঃস্বার্থ অবদানের জন্য প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi to receive Lata Deenanath Mangeshkar Award)৷

নয়াদিল্লি, 13 এপ্রিল : প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to receive Lata Deenanath Mangeshkar Award) ৷ আগামী 24 এপ্রিল 80তম বার্ষিক মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হবে ৷ চলতি বছরের শুরুর দিকে চিরঘুমে শায়িত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর স্মরণে চালু হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান ৷ মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতি বছর কোনও একজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হবে, যিনি আমাদের দেশ, নাগরিক ও সমাজের প্রতি দৃষ্টান্তমূলক কোনও অবদান রাখবেন ৷"

দেশ ও সমাজের প্রতি নিঃস্বার্থ ভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে (PM Modi to be honoured with first Lata Deenanath Mangeshkar Award) এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে ৷ বলা হয়েছে, "তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে মাথা তুলে দাঁড়ানো দেশের একজন নাগরিক যিনি ভারতকে বিশ্ব নেতৃত্বের পথে নিয়ে গিয়েছেন ৷ দেশে যে আশ্চর্যজনক উন্নতি ঘটছে ও ঘটে চলেছে, তা তাঁরই অনুপ্রেরণায় হয়েছে এবং তাঁর দ্বারাই পরিচালিত ৷ কয়েক হাজার বছরের ঐতিহ্যময় ইতিহাসে আমরা যে মহান নেতাদের পেয়েছিল তাঁদের মধ্যে তিনি অন্যতম ৷"

আরও পড়ুন: Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

24 এপ্রিল লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar death) বাবা মাস্টার দীনানাথ মঙ্গেশকরের 80তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের সন্মুখানন্দ হলে আয়োজিত হতে চলেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৷ মুম্বইতে প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi awards)৷ এ দিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার একটি 'চক' ভারতরত্ন সঙ্গীতশিল্পীর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.