PFI Hartal: পিএফআই-এর হরতালে বিক্ষিপ্ত হিংসা, পাথর ছুড়ে বাস ভাঙচুর ! তপ্ত কেরালা

author img

By

Published : Sep 23, 2022, 12:37 PM IST

Updated : Sep 23, 2022, 12:50 PM IST

PFI hartal: Stone pelting, sporadic incidents of violence in Kerala

পিএফআই-এর হরতালে (PFI Hartal) উত্তেজনা ছড়াল কেরালার বিভিন্ন অংশে ৷ বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে তিরুবনন্তপুরম, কোল্লাম, কোঝিকোড়ে, ওয়েনাড়ের মতো এলাকায় ৷ পাথর ছুড়ে বাসে ভাঙচুর (Stone pelting) চালিয়েছেন হরতাল সমর্থকরা (Sporadic incidents of violence)৷

তিরুবনন্তপুরম, 23 সেপ্টেম্বর: কট্টরপন্থী ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ডাকে ঊষা থেকে গোধুলী হরতালে (PFI Hartal) তপ্ত হয়ে উঠল কেরালার বিভিন্ন এলাকা ৷ দেশে সন্ত্রাসবাসী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা ও অন্যান্য কয়েকটি সংস্থা বৃহস্পতিবার পিএফআই-এর বেশ কয়েকজন নেতার বাড়িতে রেইড করে ৷ কয়েকজনকে গ্রেফতারও করা হয় ৷ তারই প্রতিবাদে আজ হরতালের ডাক দিয়েছে এই সংগঠন (Sporadic incidents of violence)৷

এ দিন সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায় ৷ তিরুবনন্তপুরম, কোল্লাম, কোঝিকোড়ে, ওয়েনাড় ও আলাপ্পুঝা-সহ বিভিন্ন জেলায় কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে পাথর ছোড়েন হরতাল সমর্থকরা (Stone pelting)৷ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সকালে একটি গাড়িতে পেট্রল বোমাও ছোড়া হয় ৷ খবরের কাগজ বোঝাই গাড়িটি কান্নুরের নারায়ণপারায় যাচ্ছিল তা সরবরাহের জন্য ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার ফ্লেক্সে সাভারকরের ছবি ঘিরে কংগ্রেস-বিজেপি তরজা

আলাপ্পুঝায় পাথর ছুড়ে কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, একটি ট্যাংকার লরি ও অন্যান্য বেশকয়েকটি গাড়িতে হরতাল সমর্থকরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ ৷ কোঝিকোড়েতে পাথরের আঘাতে আহত হয়েছে 15 বছরের এক কিশোরী ও এক অটোচালক ৷ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কেরালা পুলিশ ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ তৎপর হতে বলা হয়েছে জেলা পুলিশকেও ৷

পুলিশ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, যাঁরা আইন ভাঙবেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷ বিবৃতিতে লেখা আছে, "আইন-শৃঙ্খলা রক্ষায় গোটা রাজ্যের পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে ৷" বৃহস্পতিবার পিএফআই ঘোষণা করেছিল যে, কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে যাঁরা গলা চড়াচ্ছেন, তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করছে আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিস্ট সরকার ৷ তারই প্রতিবাদে আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বলে জানায় পিএফআই ৷

Last Updated :Sep 23, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.