Stepmom Poisons Sons: সন্তানদের বিষ সৎ মায়ের ! মৃত এক ছেলে, আশঙ্কাজনক অপরজন

author img

By

Published : Nov 25, 2022, 11:48 AM IST

Updated : Nov 25, 2022, 12:54 PM IST

Stepmom Poisons Sons

হাড়হিম করা ঘটনার সাক্ষী ঝাড়খণ্ড ৷ সৎ ছেলেদের খাবারে বিষ মিশিয়ে দিলেন মা (Stepmom Poisons Sons) ৷ এমনটাই অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে ৷ ঘটনায় এক ছেলের মৃত্যু হয়েছে ৷ অপরজনের অবস্থা আশঙ্কাজনক ৷ আরেকটি ছেলে পালিয়ে গিয়েছে।

গিরিডিহ (ঝাড়খণ্ড), 25 নভেম্বর: ফের একটি আমানবিক ঘটনা প্রকাশ্যে এল ৷ মুরগির মাংস ও ভাতের সঙ্গে মিশিয়ে সৎ মা বিষ খাইলে দিলেন ছেলেদের (Stepmom Poisons Sons) ৷ এমনটাই অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে ৷ এই ঘটনায় মারা গিয়েছে এক ছেলে (One son dies in this incident) ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তৃতীয়জন খাবার না খেয়েই পালিয়ে যায় বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তিসরি থানার অন্তর্গত গদকুড়া পঞ্চায়েতের রোহানতান্ডে এলাকায় ৷

সুনীল সোরেনের দ্বিতীয় স্ত্রী সুনীতা হাঁসদা তাঁর তিন সৎ ছেলেকে মুরগির মাংস ও ভাতে বিষ মিশিয়ে খাইয়ে দেন বলে অভিযোগ । সেই খাবার খাওয়ার পরই অনিল (3) ঘটনাস্থলেই মারা যায় । শঙ্করের (8) অবস্থা আশঙ্কাজনক । তবে বিজয় (12) খাবার খায়নি । সুনিতাকে হেফাজতে নিয়েছে পুলিশ । জিজ্ঞাসাবাদে সুনিতা সৎ ছেলেদের বিষ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: তেলাঙ্গানায় নাবালিকার যৌন নির্যাতন মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ড

জানা গিয়েছে, সুনীল সোরেনের প্রথম স্ত্রী শৈলিন মারান্ডি দু'বছর আগে সাপের কামড়ে মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সুনীল এ বছরের এপ্রিল মাসে সুনীতা হাঁসদাকে বিয়ে করেন ৷ সুনীতা গাওয়ান থানা এলাকার গোরিয়াচু গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার সুনীতা ভাত ও মুরগির মাংস রান্না করেন ৷ অভিযোগ, গোপনে সেই খাবারে বিষ মিশিয়ে দেন । এরপরেই ছেলেরা খাবার খেলে অসুস্থ হয়ে পড়ে ৷ তাদের অবস্থা খারাপ দেখে পালিয়ে যান সনীতা বলে অভিযোগ ।

পরে অচেতন অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে সুনীলের বড় ছেলে সোনু তার পিসি অঞ্জুকে ফোন করে ৷ তিনি পরে শিশু হেল্পলাইনে ঘটনাটি জানান । ঘটনাস্থলে পৌঁছন চাইল্ড লাইনের জয়রাম প্রসাদ ও গুঞ্জা কুমারী । এসে অনিলকে মৃত অবস্থায় দেখতে পায় তারা ৷ তারপর শঙ্করকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে গিরিডিতে স্থানান্তর করা হয়েছে ।

Last Updated :Nov 25, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.