Punjab New Political Party : ভোটের মুখে পঞ্জাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

author img

By

Published : Nov 21, 2021, 2:50 PM IST

new political party announced in punjab ahead of assembly election

মাস দু’য়েক পরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ তার আগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল পঞ্জাবে ৷

চণ্ডীগড় (পঞ্জাব), 21 নভেম্বর : কয়েকমাস পরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) ৷ সেই নির্বাচনের ফল কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা গবেষণা শুরু হয়েছে ৷ সেই পরিস্থিতিতে পঞ্জাবে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম নিল ৷

গত কয়েকমাস ধরে পঞ্জাবের রাজনীতিতে যে টানাপোড়েন চলছে, তাতে মনে করা হয়েছিল কংগ্রেস-ত্যাগী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrinder Singh) নতুন দল গড়তে চলেছেন ৷ ক্যাপ্টেন দল তৈরির কথা ঘোষণাও করেন ৷ কিন্তু তাঁর নতুন দলের নাম ঘোষণার আগেই পঞ্জাবে আত্মপ্রকাশ করল অন্য একটি রাজনৈতিক দল ৷

আরও পড়ুন : Cabinet reshuffle in Rajasthan : আজ নয়া 15 মন্ত্রী শপথ নেবেন রাজস্থানে

নতুন এই দলের নাম ক্রান্তিকারী মজদুর কিষান পার্টি (Krantikari Mazdoor Kisan Party) ৷ শনিবার এই দলের নাম ঘোষণা করা হয়েছে ৷ দলের তরফে জানানো হয়েছে যে কৃষক ও শ্রমিকদের হয়ে তারা কাজ করবে ৷

গত এক বছরের সময়কালে ভারতের সবচেয়ে বড় আন্দোলন সংগঠিত করেছেন কৃষকরা ৷ কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করে গিয়েছেন ৷ সেই আন্দোলনের সুফল সম্প্রতি তাঁরা পেয়েছেন ৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) নিজে কৃষি আইন বাতিল করার ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন : Kangana Ranaut : কৃষকদের সঙ্গে খালিস্তানি জঙ্গির তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

সেই পরিস্থিতিতে কৃষকদের জন্য নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ নয়া এই ক্রান্তিকারী মজদুর কিষান পার্টির চেয়ারম্যান লস্কর সিং ৷ তিনি জানিয়েছেন, এতদিন তাঁরা একটি সংগঠন হিসেবে কাজ করতেন ৷ এবার থেকে রাজনৈতিক দল হিসেবে কাজ করবেন ৷ খুব শীঘ্রই নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছ থেকে দলের অনুমোদন নেওয়া হবে ৷

প্রসঙ্গত, পঞ্জাবে 2017 সালে কংগ্রেস (Congress) এককভাবে ক্ষমতায় আসে ৷ দ্বিতীয় বৃহত্তম দল হয় আম আদমি পার্টি (Aam Admi Party) ৷ সেই সময় ক্ষমতাসীন বিজেপি ও শিরোমনি অকালি দলের জোটের ফল খুবই খারাপ হয় ৷

আরও পড়ুন : Sachin Pilot on Rajasthan Congress : রাজস্থান কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই, দাবি শচীন পাইলটের

পরবর্তী পাঁচ বছরে পঞ্জাবের রাজনৈতিক অঙ্ক একেবারে বদলে গিয়েছে ৷ গতবার যাঁর নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় এসেছিল, সেই ক্যাপ্টেন অমরিন্দর সিং দলীয় কোন্দলের জেরে সোনিয়া-রাহুলদের সঙ্গ ত্যাগ করেছেন ৷ পঞ্জাবের নির্বাচনে তিনিও আলাদা রাজনৈতিক দল তৈরি করে ভোটের ময়দানে নামতে চলেছেন ৷

এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে বিজেপির (BJP) জোট হয় কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷ অন্যদিকে শিরোমনি অকালি দল (Shiromani Akali Dal) ঘিরেও নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে ৷ কারণ, কৃষি আইনের বিরোধিতা করে অকালি দল এনডিএ (NDA) থেকে সরে গিয়েছিল ৷ সেই কৃষি আইন কেন্দ্র বাতিল করছে ৷ এই পরিস্থিতিতে তারা আবার এনডিএ-তে ফেরে কি না, আপাতত সেই দিকেই নজর রয়েছে ৷

আরও পড়ুন : Punjab Stubble Burning: পঞ্জাবে ফসলের গোড়া পোড়ানো দিল্লির দূষণের জন্য দায়ী নয়, দাবি গবেষকদের

তার সঙ্গে নতুন এই ক্রান্তিকারী মজদুর কিষান পার্টি কি কোনও পক্ষের সঙ্গে জোট করতে চলেছে ৷ লস্কর সিং অবশ্য সেই সম্ভাবনা খারিজ করে দিয়ে জানিয়েছেন যে তাঁরা পঞ্জাবের নির্বাচনে একাই লড়াই করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.