Rajasthan Girls Auction: মেয়েদের নিলাম ! ভিলওয়াড়ায় প্রতিনিধিদল পাঠাল মহিলা কমিশন

author img

By

Published : Oct 28, 2022, 1:58 PM IST

NCW sends delegates to Bhilwara to investigate Rajasthan Girls Auction Case

রাজস্থানের ভিলওয়াড়ায় (Bhilwara) একটি পরিবারের মেয়েদের নিলামে তোলার ঘটনায় (Rajasthan Girls Auction) হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) ৷ ঘটনার তদন্তে ভিলওয়াড়ায় এলেন এনসিডাব্লিউ (NCW)-এর প্রতিনিধিরা ৷

ভিলওয়াড়া (রাজস্থান), 28 অক্টোবর: রাজস্থানের (Rajasthan) ভিলওয়াড়া (Bhilwara) কাণ্ডে আরও চাপে রাজ্য সরকার ৷ শুক্রবার ঘটনাস্থলে এলেন জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) বা এনসিডাব্লিউ (NCW)-এর প্রতিনিধিরা ৷

এদিনই এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি জানান, "আগামী 1 নভেম্বর আমি রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে দেখা করব ৷ ওই একই দিনে ভিলওয়াড়ার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে আমার ৷ গত কয়েক বছর ধরে এই রাজ্যে বারবার একই ঘটনা ঘটছে ৷ কিন্তু, প্রশাসন নির্বিকার ৷ তাদের তরফে কোনও পদক্ষেপই করা হচ্ছে না ৷"

আরও পড়ুন: মেয়েদের 'নিলাম',মা-কে 'ধর্ষণ', রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

প্রসঙ্গত, ভিলওয়াড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে ৷ অভিযোগ, স্থানীয় একটি পরিবার ঋণ শোধ করতে না পারায় জাতি পঞ্চায়েত বসিয়ে সেই পরিবারের 'বিচার' করা হয় ! বিচারে পরিবারের মেয়েদের নিলামে (Rajasthan Girls Auction) তোলার নিদান দেন গ্রামের নেতারা ! কিন্তু, পরিবারটি এই নিদান মানতে রাজি হয়নি ৷ পরিবারের সদস্যরা এমন আচরণের তীব্র প্রতিবাদ করেন ৷ যার জেরে ওই মেয়েদের মাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ !

সংবাদমাধ্যমে ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায় ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India) ৷ আর এবার একই ঘটনায় প্রতিনিধি পাঠিয়ে তদন্তের কাজ শুরু করল জাতীয় মহিলা কমিশন ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রাজস্থানে বাল্যবিবাহের পক্ষে রায় দেয় সরকার পক্ষ ৷ তা নিয়ে সেই সময় বিস্তর জলঘোলা হয়েছিল ৷ যদিও সরকারের যুক্তি ছিল, বেআইনি বাল্যবিবাহ ঠেকাতেই তারা নাকি এমন পদক্ষেপ করেছে ! আর এবার ভিলওয়াড়ায় রীতিমতো স্ট্যাম্প পেপারে 'লেখাপড়া করে' বাড়ির মেয়েদের নিলামের বন্দোবস্ত করা হয় ! প্রশ্ন উঠছে, কোন আইনে 'বৈধ' বলে বিবেচিত হবে ওই স্ট্যাম্প পেপার ? স্বাভাবিকভাবেই এমন ঘটনায় চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.