Narendra Modi wishes Barack Obama : করোনা আক্রান্ত ওবামার সুস্থতা চেয়ে টুইট মোদির

author img

By

Published : Mar 14, 2022, 11:57 AM IST

Narendra Modi Wishes Barack Obama for Fast Recovery from Covid19

করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ আর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Wishes Barack Obama for Fast Recovery from Covid19) ৷

নয়াদিল্লি, 14 মার্চ : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Wishes Barack Obama for Fast Recovery from Covid19) ৷ ওবামা তাঁর করোনা সংক্রামিত হওয়ার খবর জানিয়ে একটি টুইট করেন (Former US President Barack Obama is Covid19 Positive) ৷ তার পরেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী ৷

এ দিন নরেন্দ্র মোদি তাঁর টুইটারে লেখেন, ‘‘কোভিড-19 থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বারাক ওবামাকে আমার শুভেচ্ছা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য ও আরোগ্য কামনা করি ৷’’ প্রসঙ্গত, রবিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি নিজে সেই খবর টুইট করে জানান ৷ পাশাপাশি, তাঁর স্ত্রী তথা প্রাক্তন ফার্স্ট লেডি মিচেল ওবামার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

আরও পড়ুন : Covid19 Outbreak in China : গত দু’বছরে সর্বাধিক করোনা সংক্রমণ চিনে, ফের লকডাউন একাধিক শহরে

ওবামা তাঁর টুইটে জানান, ‘‘এইমাত্র আমার কোভিড রিপোর্ট পজিটিভ এল ৷ গত কয়েকদিন ধরে আমি খুসখুসে গলা ব্যাথা অনুভব করছিলাম, তাছাড়া আর কোনও সমস্যা ছিল না ৷ আমি এবং মিচেল টিকার দু’টি ডোজ এবং বুস্টার নিতে পেরে খুবই ভাগ্যবান ৷ আর মিচেলের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ সংক্রমণ কমে গেলেও ৷ যদি আপনি টিকা না নিয়ে থাকেন, তাহলে এখনই মনে করে টিকা নিন ৷’’ মার্কিনি এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা 44তম মার্কিন প্রেসিডেন্টের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.