স্বভাবসুলভ ভঙ্গিতেই টিম ইন্ডিয়া'র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মোদি

স্বভাবসুলভ ভঙ্গিতেই টিম ইন্ডিয়া'র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মোদি
Narendra Modi to Team India. আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে রবিবার সন্ধ্য়ায় স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসনে এবং ট্র্যাভিস হেড তাদের 100 রানের পার্টনারশিপ উদযাপন করার সময় স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি ভিড়ের মাঝে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি।
আমেদাবাদ, 19 নভেম্বর: 140 কোটির স্বপ্ন ভঙ্গের মাঝেও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই টিম ইন্ডিয়া'র পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে জানালেন টিম ইন্ডিয়া'র জন্য তিনি এবং গোটা দেশ গর্ব অনুভব করছে ৷ এদিন খেলা শেষে অস্ট্রেলিয়া টিমের ক্য়াপ্টেনের হাতে ট্রফিও তুলে দেন প্রধানমন্ত্রী ৷ শুভেচ্চা বিনিময় করেন অস্ট্রেলিয়া টিমের প্রত্যেক খেলোয়ারের সঙ্গে ৷
-
Dear Team India,
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.
We stand with you today and always.
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে রবিবার সন্ধ্য়ায় স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসনে এবং ট্র্যাভিস হেড তাদের 100 রানের পার্টনারশিপ উদযাপন করার সময় স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি ভিড়ের মাঝে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি বসে খেলা দেখতে দেখা গেল মোদি-শাহকে ৷ যদিও 20 বছর আগের বদলা নিতে পারল না ভারত। 12 বছর পরও বিশ্বকাপ জয় অধরাই থেকে গেল বারতের ৷ আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোদির উপস্থিতিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত।
এরপর অবশ্য টুইট করেন প্রধানমন্ত্রী ৷ টিম ইন্ডিয়াকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপে আপনাদের প্রতিভা এবং সংকল্প ছিল লক্ষণীয়। আপনানা মহান আত্মার সঙ্গে খেলেছেন এবং জাতির জন্য অপরিসীম গর্ব এনেছেন। আমরা আজ এবং সর্বদা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি।" একই সঙ্গে, অস্ট্রেলিয়া টিমের বিশ্বকাপ জয়ের জেরে শুভেচ্ছাও জানিয়েছেন মোদি ৷ পাশাপাশি ট্রাভিস হেডকেও অভিনন্দন জানিয়েছেন প্রদানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, "একটি দুর্দান্ত বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন ৷ টুর্নামেন্টের তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয় ৷ যা ক্রমে দুর্দান্ত জয়ে পরিণত হয়েছে। আজকে অসাধারণ খেলার জন্য ট্রাভিস হেডকে অভিনন্দন।"
চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হেরেছে ভারত। আর সেটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে 240 রান করা ভারতের বিরুদ্ধে ট্রেভিস হেডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া জিতল ছয় উইকেটে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ 2023-এর ফাইনালে অস্ট্রেলিয়ার 241 রানের তাড়ার শুরুটা ছিল উন্মাদনাপূর্ণ ৷ একই সঙ্গে, রোহিত শর্মা ছাড়া কেএল রাহুল কিংবা বিরাট কোহলি ভারতীয় ব্যাটসম্যানদের কেউই ফাইনালে এই পিচে সাবলীল ছিলেন না তা বলাই যায়।
আরও পড়ুন
