5G Services in India: রাত পোহালেই ভারতে ফাইভ জি পরিষেবার উদ্বোধন করবেন মোদি

author img

By

Published : Sep 30, 2022, 7:50 PM IST

Narendra Modi to launch 5G services in India on October 1

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই ভারতের চালু হয়ে যাবে ফাইভ জি পরিষেবা (5G Services in India) ৷ শনিবার এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: মাস পয়লার দিনে (1 অক্টোবর, 2022) ভারতে ফাইভ জি পরিষেবার (5G Services in India) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শনিবার থেকে দিল্লিতে আয়োজিত হতে চলা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2022 (India Mobile Congress 2022)-এর আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি ৷ এটি এই ধারার অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেশে বহু প্রতিক্ষিত ফাইভ জি পরিষেবা চালু করবেন মোদি ৷ উল্লেখ্য়, 1 অক্টোবর থেকে শুরু হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2022 (IMC-2022) চলবে আগামী 4 অক্টোবর পর্যন্ত ৷

প্রসঙ্গত, এবছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়েই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভারতে শীঘ্রই ফাইভ জি পরিষেবা শুরু হবে ৷ এদিকে, দিন কয়েক আগেই রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের তরফেও ফাইভ জি মোবাইল প্ল্যান আনার কথা ঘোষণা করা হয় ৷ তাদের তরফে জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাস থেকেই এই পরিষেবা পাওয়া যাবে ৷ মেট্রো শহরগুলির বাসিন্দারা ফাইভ জি পরিষেবার সুবিধা পাবেন দিওয়ালির আগেই ৷

আরও পড়ুন: গান্ধিনগর-মুম্বই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে ট্রেনে সওয়ার মোদি

সূত্রের দাবি, ভারতে ফাইভ জি পরিষেবা চালু করার পিছনে রয়েছে বহু বছরের প্রস্তুতি, প্রচেষ্টা ও পরিশ্রম ৷ সম্প্রতি ফাইভ জি স্পেকট্রামের নিলাম অনুষ্ঠিত হয় ৷ সেই নিলামে টেলিকম সংস্থাগুলির জন্য 51 হাজার 236 মেগাহার্টজ ফাইভ জি স্পেকট্রাম বরাদ্দ করা হয় ৷ সংশ্লিষ্ট মহলের আশা, এর থেকে বছরে 1 লক্ষ 50 হাজার 173 কোটি টাকার রাজস্ব আদায় হবে ৷ যোগাযোগ মন্ত্রকের তরফে প্রকাশ করা বিবৃতিতে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ ওয়াকিবহাল মহল বলছে, যেভাবে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধমত্তার মতো বিষয়গুলির চাহিদা বাড়ছে, তাতে ফাইভ জি পরিষেবা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ৷ সংশ্লিষ্ট নিলামের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে ৷

ফাইভ পরিষেবা চালু করতেই 2016 সালের গমনের অধিকার সংক্রান্ত নীতি (Right of Way Rules) বা রো (RoW) সংশোধন করে টেলিযোগাযোগ বিভাগ ৷ তাতে RoW-এর দাম যতটা সম্ভব মানুষের নাগালে আনার চেষ্টা করা হয়েছে ৷ সেইসঙ্গে, ফাইভ জি-এর ছোট সেল ও অপটিক্য়াল ফাইবার স্থপন করার জন্য দামের ঊর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.