Naina Singh: এভারেস্ট জয়ী নয়না পেলেন তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার

author img

By

Published : Dec 2, 2022, 7:50 PM IST

Updated : Dec 2, 2022, 8:15 PM IST

Mountaineer Naina Singh received Tenzing Norgay National Adventure Award

চলতি বছর 'তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার' (Tenzing Norgay National Adventure Award) পেলেন 32 বছরের পর্বতারোহী (Mountaineer) নয়না সিং (Naina Singh) ৷ গত বছরের জুন মাসে মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করেন তিনি ৷

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: যে কোনও পর্বতারোহীরই (Mountaineer) স্বপ্ন হল জীবনে অন্তত একবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করা ৷ দারিদ্র্যকে হেলায় হারিয়ে সেই স্বপ্নই বাস্তব করে দেখিয়েছেন নয়না সিং (Naina Singh) ৷ শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর জয়ই নয়, নয়নার ঝুলিতে রয়েছে আরও অনেক সাফল্য ৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানাতেই এবছর 'তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার' (Tenzing Norgay National Adventure Award) দেওয়া হয় তাঁকে ৷

নয়নার ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যে ৷ পরিবারে রোজগারের একমাত্র উৎস বলতে ছিল, তাঁর মায়ের পেনশন ৷ কিন্তু নয়নার স্বপ্ন ছিল আকাশছোঁয়া ৷ আর সেই স্বপ্নই তাঁকে ক্রমশ এগিয়ে নিয়ে গিয়েছে ৷ নয়নার কথায়, "ছত্তিশগড়ের বাস্তার জেলার প্রত্যন্ত একতাগুড়া গ্রামে আমাদের বাড়ি ৷ আমার যখন 5 বছর বয়স, তখন বাবা মারা যান ৷ আমার দুই ভাইও রয়েছে ৷ আমার মা একা আমাদের তিন ভাইবোনকে মানুষ করেছেন ৷ মা খুব সামান্য টাকা পেনশন পেতেন ৷ তাতে কোনওরকমে আমাদের সংসার চলত ৷"

আরও পড়ুন: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

অভাব তাঁর সাফল্যের পথে অনেক বাধা তৈরি করেছিল ৷ তবু হাল ছাড়েননি নয়না ৷ তিনি বলেন, "বাড়িতে হাঁড়ির হাল ছিল ৷ কিন্তু, আমি সবসময় পর্বত জয়ের স্বপ্ন দেখতাম ৷ আমাদের স্কুলে পর্বতারোহণের একটি প্রশিক্ষণ শিবির হয়েছিল ৷ সেখানেই প্রথম পাহাড়ে চড়ার পাঠ নিই ৷ এরপর আমি ভুটানের স্নো ম্যান ট্র্য়াকে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ৷ সেই সময় আমাদের সঙ্গে ছিলেন বিশ্বের প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল ৷ সেই অভিযানেই আমাদের এখানকার জেলাশাসকের নজরে পড়ে যাই আমি ৷ এরপর থেকে নানাভাবে তিনি আমাকে পর্বতারোহণে উৎসাহ দিয়েছেন ৷"

গত বছরের জুন মাসে এভারেস্ট জয় করেন নয়না ৷ তবে অর্থ বাধা না হলে দু'বছর আগেই এই অভিযান করতে পারতেন তিনি ৷ কিন্তু, সাফল্যের স্বাদ সবসময় মিঠে হয় না ৷ আর তা যদি হয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় চড়া, তাহলে তো কথাই নেই ৷ এভারেস্ট জয়ের পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন নয়না ৷ প্রাণ বাঁচেন কোনও মতে ৷ নয়নার কথায়, "আমি ভীষণ ক্লান্ত ছিলাম ৷ এক পা-ও হাঁটার মতো অবস্থায় ছিলাম না ৷ হঠাৎ কী হল জানি না, আমি সেখানেই পড়ে গেলাম ৷ পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় আমাকে উদ্ধার করা হয় ৷ শেরপাদের সাহায্য়ে আমি ক্যাম্পে ফিরতে পারি ৷ মা খুব চিন্তায় ছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যখন আমাকে বললেন, 'তুমি বাস্তারের সোনার সন্তান, ছত্তিশগড়ের গর্ব', আমার খুব আনন্দ হয়েছিল ৷"

32 বছরের এই অভিযাত্রীকে ইতিমধ্য়েই তেনজিং নোরগে জাতীয় অভিযান পুরস্কার প্রদান করা হয়েছে ৷ সেইসঙ্গে, দেওয়া হয়েছে 15 লক্ষ টাকার পুরস্কারমূল্য ৷ যা কিছুটা হলেও স্বস্তি দেবে তাঁর পরিবারকে ৷

Last Updated :Dec 2, 2022, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.