Tripura TMC on CM Change : ত্রিপুরায় পরাজয় ঠেকাতে পারবেন না 10 মাসের মুখ্যমন্ত্রী : রাজীব

author img

By

Published : May 15, 2022, 4:59 PM IST

Tripura Politics

মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি ত্রিপুরায় তাদের ব্যর্থতা ঢাকতে পারবে না বলে জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Manik Saha Not be Able to Prevent Defeat for BJP in Tripura Says Rajib Banerjee) ৷ এই মুহূর্তে ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন, বাংলার প্রাক্তন মন্ত্রী ৷ আর গতকাল ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী বদলের পরেই, অন্যতম বিরোধী হিসাবে নতুন সমীকরণ শুরু করেছে তৃণমূল ৷ এ দিন ইটিভি ভারতকে ফোনে তেমনটাই ইঙ্গিত দিলেন রাজীব ৷

কলকাতা, 15 মে : ফোকাস ত্রিপুরা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময়ে নির্বাচন অতিবাহিত হয়ে যাবে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ৷ এমনিতেই ত্রিপুরাকে পাখির চোখ করেছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিপ্লব দেব পরবর্তী জমানায় নতুন মুখ্যমন্ত্রীকে পদে-পদে তৃণমূলের বিরোধিতার সামনে পড়তে হবে ৷ কার্যত কাঁটার আসনেই বসতে চলেছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস কি ? সেটাই এ বার মানিক সাহাকে সেটাই বুঝিয়ে দিতে চাইবে তৃণমূল কংগ্রেস (Manik Saha will not be able to prevent defeat in Tripura says Rajib Banerjee) ৷ তেমনটাই দিলেন ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

তবে কোনও রাজনৈতিক অভিসন্ধি করে, ত্রিপুরায় অস্থিরতা তৈরি করতে চায় না তৃণমূল ৷ বরং এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হয়েছিল ৷ সেই গণতান্ত্রিক আন্দোলনের পথকেই বেছে নিতে চায় তৃণমূল ৷

এ প্রসঙ্গে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, ‘‘আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দেখিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে 34 বছরের বাম সরকারকে হটানো যায় ৷ তাহলে ত্রিপুরায় অত্যাচারী, বিভাজন সৃষ্টিকারি বিজেপিকে কেন হাটানো যাবে না ?’’ সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, ঠান্ডা ঘরে বসে রাজনীতি তৃণমূল কংগ্রেসের লক্ষ্য নয় ৷ ময়দানে নেমে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনই লক্ষ্য তৃণমূলের ৷ তিনি জানান, ‘‘প্রয়োজনে তৃণমূল কর্মীরা মার খাবেন ৷ তবুও, শেষ রক্তবিন্দু দিয়ে ত্রিপুরার মানুষের জন্য লড়াই করবে ৷ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ৷’’

মুখ্যমন্ত্রী বদল বিজেপির ব্যর্থতার প্রমাণ বলে অভিযোগ তৃণমূলের

আরও পড়ুন : Tripura CM Manik Saha : বিপ্লব অতীত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ ডাঃ মানিক সাহার

এনিয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা অস্বীকার করার জায়গা নেই মাত্র তিন মাস মাঠে ময়দানে লড়াই করে আমরা ত্রিপুরাতে প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছি ৷ এর পর গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে যে সাড়া আমরা পেয়েছি, তাতে ভারতীয় জনতা পার্টির মত একটা দল তাদের মুখ্যমন্ত্রীকে বদল করতে বাধ্য হয়েছে ৷ মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ওখানে দাঁতে দাঁত চেপে লড়াই করছে ৷ আমরা ওখানে এত মার খেয়েছি তাতেও কিন্তু মাটি ছাড়িনি ৷ আমরা যতদিন না ত্রিপুরায় মানুষকে বাংলার মতো উন্নয়ন উপহার দিতে পারছি, ততদিন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চালিয়ে যাব ৷’’

মাঠে নেমে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের বার্তা রাজীবের

আরও পড়ুন : New CM of Tripura : বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা

তবে, বিজেপির মুখ্যমন্ত্রী বদলের বিষয়টি আভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, বিজেপির মুখ্যমন্ত্রী বদল তাদের আভ্যন্তরীণ ব্যাপার ৷ এইটা নিয়ে আমরা কিছু বলতে চাই না ৷ তবে, মুখ্যমন্ত্রী বদল করলেও ত্রিপুরায় হার বাঁচানো যাবে না ৷ মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি তার ব্যর্থতা ঢাকতে পারবে না ৷ তাই 10 মাসের মুখ্যমন্ত্রী কোনওভাবেই ত্রিপুরায় তৃণমূলকে আটকাতে পারবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.