New CM of Tripura : বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা

author img

By

Published : May 14, 2022, 8:09 PM IST

Updated : May 14, 2022, 9:17 PM IST

Tripura Politics

শনিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব (Biplab Deb Resigns from Tripura CM Post) ৷ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব ৷

কলকাতা, 14 মে : দেশের উত্তর-পূর্বাংশের ছোট রাজ্য ত্রিপুরার মসনদে ফের মানিক ৷ তবে এবার সিপিএমের মানিক সরকার নয়, বিজেপির মানিক সাহা ৷ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডঃ মানিক সাহাকে বেছে নিয়েছে বিজেপি (Manik Saha elected as new chief minister of tripura ) ৷ শনিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব ৷ তারপরেই ত্রিপুরায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মানিক সাহাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷ মানিক সাহাকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব দেব ৷

বিপ্লব দেব এদিন পদত্যাগ করার পরেই পরিষদীর দলের বৈঠক ডাকে ত্রিপুরা বিজেপি ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরায় ক্ষমতাসীন গেরুয়া শিবিরের বিধায়করা ৷ সেই বৈঠক থেকেই মানিক সাহাকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷ বর্তমানে ত্রিপুরা বিজেপির সভাপতি পদেও রয়েছেন মানিক সাহা ৷ রাজ্যসভার সদস্যও তিনি ৷ মাত্র 2 মাস আগেই তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ৷ সূত্রের খবর, এবার তাঁর জায়গায় বিপ্লব দেবকে সংসদে পাঠাতে পারে বিজেপি ৷ এদিন ত্রিপুরায় বিজেপি'র পরিষদীয় দলের বৈঠকে দলের তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ চুঘ ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব । কংগ্রেস ছেড়ে 2016 সালে বিজেপি'তে যোগ দিয়েছিলেন মানিক সাহা ৷ 2018 সালে তিনি দলের রাজ্য সভাপতি নির্বাচিত হন ৷ ওই বছরই দীর্ঘ 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসে পদ্ম শিবির ৷ 60টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 44টি আসন ৷

শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মানিক সাহাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়

আরও পড়ুন : ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগামী বছর বিধানসভা নির্বাচন ত্রিপুরায় ৷ মনে করা হচ্ছে তার আগে মুখ্যমন্ত্রী পদে মুখ বদলে প্রতিষ্ঠান বিরোধিতা কমাতে চাইছে বিজেপি ৷ শুক্রবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বিপ্লব দেব ৷ মনে করা হচ্ছে সেই বৈঠকেই বিপ্লবকে পদ ছাড়ার বার্তা দেন নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি ৷ মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে মানিকের সঙ্গেই ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা । কিন্ত শেষ পর্যন্ত মানিক সাহাকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ।

Last Updated :May 14, 2022, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.