MP Electricity Bill in Crores : ইলেকট্রিক বিল 34 বিলিয়ন! হাসপাতালের বেডে উপভোক্তা

author img

By

Published : Jul 27, 2022, 10:55 AM IST

Gwalior Electricity Bill

মধ্যপ্রদেশে গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়াঙ্কা ৷ তাঁর ইলেকট্রিক বিলের পরিমাণ শুনলে শুধু চমকেই যাবেন না, হঠাৎ কিছু একটা অঘটনও ঘটে যেতে পারে ! যেমন হয়েছে প্রিয়াঙ্কা ও তাঁর শ্বশুরের ৷ জানেন, বিলের পরিমাণ কত টাকা (MP Electricity Bill in Crores) ?

গোয়ালিয়র, 27 জুলাই: ইলেকট্রিক বিল যদি লাখে কিংবা কোটিতে আসে, গ্রাহকের কী হতে পারে ? অসহায় সেই ছবিই ধরা পড়ল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ এক-দু'কোটি নয়, গোয়ালিয়রের এক উপভোক্তাকে 3,419 কোটি টাকা বিদ্যুতের বিল ধরাল মধ্যপ্রদেশ সরকারের বিদ্যুৎ পরিবহণ সংস্থা । বিলের ধাক্কায় হাসপাতালে ভরতি হতে হল উপভোক্তাকে (Madhya Pradesh consumer gets electric bill worth crores in Gwalior) ৷

গোয়ালিয়রের শিব বিহার কলোনির বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা ৷ স্বামী সঞ্জীব কনকনে পেশায় উকিল ৷ তাঁদের ঘরেই চলতি মাসে ইলেকট্রিক বিল এসেছে 34 বিলিয়নের সামান্য বেশি । ভারতীয় মুদ্রায় অঙ্কটা 3 হাজার 419 কোটির মতো ৷ বেপরোয়া বিলের গুঁতোয় স্ত্রী এবং বাবার অসুস্থতা প্রসঙ্গে সঞ্জীব বলেন, "এবার আমার ইলেকট্রিক বিল 3 হাজার 419 কোটি টাকারও বেশি হয়েছে ৷ এই বিল দেখে আমার স্ত্রী প্রিয়াঙ্কার রক্ত চাপ বেড়ে গিয়েছে এবং আমার বাবা রাজেন্দ্র প্রসাদ গুপ্তা হৃদরোগে আক্রান্ত ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ চিকিৎসা চলছে ৷"

Gwalior Consumer Electricity Bill
গোয়ালিয়রে উপভোক্তার ইলেকট্রিক বিল

কী বলছে বিদ্যুৎ দফতর ?

স্বভাবতই এমন ভুল লুকনোর চেষ্টা করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ পরিবহণ সংস্থা ৷ ভুল শুধরে নতুন বিলও পাঠিয়েছে তারা । যে অঙ্কটা 1, 300 টাকা ৷ এক আধিকারিক বলেন, "অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গিয়েছে ৷ এর সঙ্গে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই ঘটনায় অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসারকের সাসপেন্ড করা হয়েছে ৷ পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ারকেও শো-কজ নোটিস ধরানো হয়েছে ৷" এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একটা ভুল হয়েছিল ৷ সঙ্গে সঙ্গে সেটা শুধরে নেওয়া হয়েছে ৷ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এর চেয়ে বেশি আর কী চাই ?"

আরও পড়ুন: বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মেটানো নিয়ে জটিলতা অব্যাহত হাইকোর্টে

মধ্যপ্রদেশে বিদ্যুৎ কোম্পানিগুলির খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ মানুষ ৷ কেউ লোডশেডিংয়ের সমস্যায় জেরবার, তো কোথাও আবার অতিরিক্ত ইলেকট্রিক বিলে হয়রানি হচ্ছেন আমজনতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.