Hybrid Terrorist Killed in Jammu and Kashmir : সন্ত্রাসবিরোধী অভিযানে খতম লস্করের 'হাইব্রিড জঙ্গি'

author img

By

Published : Oct 19, 2022, 10:52 AM IST

LeT hybrid terrorist involved in labourers killing dies in anti terror operation

সোপিয়ানে এলইটি জঙ্গির গুলিতে প্রাণ হারান উত্তরপ্রদেশের দুই শ্রমিক (Migrants Labourer shot dead in Shopian) ৷ এবার সেই ঘটনায় গ্রেফতার লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) জঙ্গির মৃত্যু হয়েছে ৷

শ্রীনগর, 19 অক্টোবর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবিরোধী অভিযানে (anti-terror operation) মৃত্যু হয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) জঙ্গির ৷ সোপিয়ানে গ্রেনেড বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছিল এই জঙ্গিকে ৷ নিহত জঙ্গির নাম ইমরান বশির গানাই (Imran Bashir Ganaie) ৷ এমনটাই বুধবার জানিয়েছে পুলিশ ৷

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গির থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তাকে নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ক্রমাগত অভিযান চালাচ্ছিল ৷ সেই অভিযানে নওগাম ও সোপিয়ানে সন্ত্রাসবাদী এবং এসএফদের মধ্যে যোগসূত্র পাওয়া যায় ৷ সেখানেই জঙ্গি ইমরান বশির গানাই অপর এক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে । বুধবার কাশ্মীর জোন পুলিশ এক টুইটে এ কথা জানিয়েছে । টুইটে পুলিশ জানিয়েছে, এনকাউন্টার জায়গা থেকে অস্ত্র ও গোলাবারুদ-সহ অপরাধমূলক উপাদান আটক করা হয়েছে । তল্লাশি অভিযান এখনও চলছে ।

আরও পড়ুন: সোপিয়ানে গ্রেনেড হামলায় নিহত দুই পরিযায়ী শ্রমিক

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে সোপিয়ানের হারমাইনে গ্রেনেড হামলায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ এলাকার দুই শ্রমিকের মৃ্ত্যু হয় । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গানাই-সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ । তাদের 'হাইব্রিড জঙ্গি' হিসাবে চিহ্নিত করা হয় ৷ 'হাইব্রিড জঙ্গিরা' (Hybrid terrorist) সন্ত্রাসী হামলা চালায় এবং প্রায়শই কোনও চিহ্ন না রেখে আগের জীবনে পুনরায় ফিরে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.