K Chandrashekar Rao: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !

author img

By

Published : Sep 11, 2022, 8:47 PM IST

K Chandrashekar Rao Will launch new national party very soon

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার একটি নতুন জাতীয় দল গঠন করার কথা ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ৷ এদিন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) সঙ্গে বৈঠকও করেন কেসিআর (KCR) ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: চব্বিশের নির্বাচনের আগেই একটি নতুন জাতীয় দল গঠন করবেন তিনি ! যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার একথা ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ৷ তিনি জানিয়েছেন, নতুন দলের নীতি নির্ধারণ করতে ইতিমধ্য়েই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

এদিন কেসিআর (KCR)-এর দফতর সূত্রে এই প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "একটি বিকল্প জাতীয় দল গঠনের বিষয়ে সকলে সহমত হয়েছেন ৷ এ নিয়ে বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করা হয়েছে ৷ তেলাঙ্গানা আন্দোলন শুরু করার আগেও আমরা এমনটাই করেছিলাম ৷ খুব শীঘ্রই একটি নতুন জাতীয় দল গঠন করা হবে ৷"

আরও পড়ুন: মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

প্রসঙ্গত, এদিনই কেসিআর-এর সঙ্গে দেখা করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) ৷ হায়দরাবাদে তাঁদের সাক্ষাৎ হয় ৷ বস্তুত, এদিন কেসিআর-এর সরকারি বাসভবনেই মধ্যাহ্নভোজ সারেন কুমারস্বামী ৷ সেখানেই বিকল্প রাজনৈতিক দলগঠন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে দাবি সূত্রের ৷ পাশাপাশি, তেলাঙ্গানার সার্বিক উন্নয়ন, জাতীয় রাজনীতিতে বিভিন্ন আঞ্চলিক দলের অবদান প্রভৃতি সম্পর্কেও দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় ৷ পরবর্তীতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে কেসিআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ৷ এই বিষয়টি নিয়ে কুমারস্বামীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ৷

এদিনের এই বৈঠক যে অত্যন্ত ইতিবাচক হয়েছে, কুমারস্বামীর পক্ষ থেকেও তেমনই বার্তা মিলেছে ৷ তিনি এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে কুমারস্বামী লিখেছেন, "এদিনের বৈঠকে আমরা কর্ণাটক এবং তেলাঙ্গানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ৷ পাশাপাশি, আমাদের আলোচনায় একাধিক জাতীয় ইস্যুও উঠে এসেছে ৷ কেসিআর-এর আতিথেয়তা এবং আপ্য়ায়ন আমাকে মুগ্ধ করেছে ৷"

প্রসঙ্গত, কিছু দিন আগেই 'বিজেপিমুক্ত ভারত' গঠনের ডাক দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন কেসিআর ৷ তাই কুমারস্বামীর সঙ্গে তাঁর এদিনের বৈঠক এবং তারপরই নতুন জাতীয় দল তৈরির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.