JK Police Counters Asaduddin: জামিয়া মসজিদ পুরোপুরি খোলা, ওয়েইসিকে জবাব জম্মু-কাশ্মীর পুলিশের

author img

By

Published : Sep 21, 2022, 12:27 PM IST

JK Police Counters Asaduddin Owaisi on Jamia Masjid Issue

জমিয়া মসজিদ ইস্যুতে আসাউদ্দিন ওয়েইসিকে জবাব দিল জম্মু ও কাশ্মীর পুলিশ (JK Police Counter Asaduddin Owaisi) ৷ জানিয়ে দেওয়া হল, তাঁর কাছে থাকা তথ্য সম্পূর্ণ ভুল ৷ শ্রীনগরের জামিয়া মসজিদ (Jamia Masjid) নিয়মিত খোলা রয়েছে ৷

শ্রীনগর, 21 সেপ্টেম্বর: প্রতি শুক্রবার জামিয়া মসজিদ বন্ধ থাকে বলে অভিযোগ তোলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়েইসি । এবার পাল্টা জবাব দেওয়া হল জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে (JK Police Counter Asaduddin Owaisi) ৷ বলা হয়েছে, ‘‘মসজিদ পুরোপুরি খোলা এবং ওই নেতা সত্য থেকে অনের দূরে ৷ আর এর জন্য কোনও অজুহাত কাম্য নয় ৷’’

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ‘‘জামিয়া মসজিদ পুরোপুরি খোলা রয়েছে ৷ করোনা পরবর্তী সময়ে মাত্র তিনবার সাময়িকভাবে মসজিদ শুক্রবারের নমাজের সময় বন্ধ রাখা হয়েছিল ৷ আর তাও সন্ত্রাসবাদী হামলার খবর থাকায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৷ ’’ আর সে ব্যাপারটিও যে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাও বলা হয় পুলিশের তরফে ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মিমের প্রধান আসাউদ্দিন ওয়েইসি জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাকে (Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha) উল্লেখ করে একটি টুইট করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেছিলেন, ‘‘মনোজ সিনহা মহাশয়, আপনি সোপিয়ান ও পুলওয়ামায় সিনেমা হল খোলা রাখছেন ৷ কিন্তু, কেন শ্রীনগরের জামিয়া মসজিদ (Jamia Masjid) প্রত্যেক শুক্রবার করে বন্ধ থাকছে ?’’ যে টুইটে স্পষ্ট ব্যঙ্গ ধরা পড়েছিল ৷

আরও পড়ুন: আজাদের সঙ্গে বৈঠক কংগ্রেসের জি 23-র তিন নেতার, জল্পনা তুঙ্গে

মঙ্গলবার ওয়েইসিকে সেই টুইটেরই জবাব দিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রশাসন ৷ প্রসঙ্গত, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল শ্রীনগরে একটি সিনেমা হলের উদ্বোধন করেন ৷ এই সিনেমা হলটি সন্ত্রাসের কারণে গত তিন দশক ধরে বন্ধ ছিল ৷ গত বছরই সিনেমা হলটি ফের চালু করার কথা ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ প্রসঙ্গত, শ্রীনগরে একসময় 12টি বিখ্যাত সিনেমা হল ছিল ৷ 90’র দশকে সন্ত্রাসবাদী হামলার পর থেকে হলগুলি বন্ধ হয়ে রয়েছে ৷ সেই সময় ‘আল্লাহ টাইগার্স’ নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন উপত্যকায় সিনেমা হল বন্ধ করে দেওয়ার ঘোষণা করে ৷ সেই সময় থেকেই হলগুলি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে ৷ দীর্ঘ দিন পর উপত্যকায় ফিরছে বলিউড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.