Jharkhand Govt Sells Village: নেই বৈধ কাগজপত্র, আস্ত গ্রাম বিক্রি করে দিল ঝাড়খণ্ড সরকার !

author img

By

Published : Nov 22, 2022, 11:00 AM IST

Updated : Nov 22, 2022, 11:12 AM IST

Jharkhand Government Sells Village as Residents Hold No Documents

গ্রামের বাসিন্দাদের কাছে নেই বৈধ কাগজপত্র ৷ আর তাঁদের অজান্তেই তাই আস্ত একটা গ্রাম বিক্রি (Jharkhand Government Sells Village) করে দেওয়ার অভিযোগ উঠল ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ৷ ঘটনায় পালামু আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা ৷

পালামু (ঝাড়খণ্ড), 22 নভেম্বর: একটি আস্ত গ্রাম বিক্রি করে দেওয়ার (Jharkhand Government Sells Village) অভিযোগ উঠল ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ৷ তাও আবার নাম-পরিচয় বিহীন একটি কোম্পানির কাছে । অভিযোগ, একটি গোটা গ্রামকেই বিক্রি করে দেওয়া হয়েছে ! আর এনিয়ে সেই গ্রামে বসবাসকারী বাসিন্দারা কিছুই জানেন না ৷ বিষয়টি জানাজানি হতেই, ঝাড়খণ্ডের গাড়ওয়া জেলার সুনীল মুখার্জি নগর নামে ওই গ্রামের বাসিন্দা পালামু আদালতে একটি মামলা দায়ের করেছেন ৷ সেখানেই এই গ্রাম বিক্রি করে দেওয়ার অভিযোগের শুনানি চলছে ৷

90’র গাড়ওয়া জেলার রামুনা ব্লকে সুনীল মুখার্জি নগর নামে এই গ্রামটি তৈরি করে বলে জানা গিয়েছে ৷ গ্রামটি 465 একর জমির উপর অবস্থিত ৷ আর গত তিন দশক ধরে প্রায় 250টি পরিবার এই গ্রামে বসবাস করছে ৷ তবে, গ্রামবাসীদের কাছে তাঁদের বাসস্থানের কোনও বৈধ কাগজপত্র নেই বলে জানা গিয়েছে ৷ কিন্তু, তিন দশক ধরে স্থায়ীভাবে বসবাস করায় গ্রাম ও গ্রামের বাড়িগুলিতে নিজেদের অধিকার দাবি করছেন বাসিন্দারা ৷ আর এখানেই তৈরি হয়েছে জটিলতা ৷ শেষমেশ আদালতে মামলা কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে ।

সুনীল মুখার্জি নগর গ্রামের বাসিন্দা ধনঞ্জয় প্রসাদ মেহতা বলেন, ‘‘এটা আমাদের জমি ৷ আমরা দশকের পর দশক ধরে এখানে বসবাস করছি ৷ আর রাজ্য সরকার এই গ্রাম একটা বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছে ৷ যার ফলে আমাদের খুব সমস্যা তৈরি হয়েছে ৷’’ তবে, গ্রামবাসীরা যে জমিতে বসবাস করছেন, তার কোনও বৈধ কাগজপত্র নেই যা দেখিয়ে তাঁরা নিজেদের বাসস্থানের উপর অধিকার দাবি করবেন ৷ ফলে পুরো বিষয়টিতে মামলাকারী গ্রামবাসীরা খুব একটা সুবিধাজনক জায়গায় নেই ৷

আরও পড়ুন: সরকারি ঘর বিক্রি হচ্ছে অভিযোগ তুলে ঘরের চাবি নিল না বস্তিবাসী

আর সেই কারণে, সাধারণ নিত্য প্রয়োজনীয় সরকারি সুবিধা যেমন, রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা পান না গ্রামবাসীরা ৷ আর ভোটের সময় প্রায় সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের সমর্থনের কথা বলেন ৷ কিন্তু, পরবর্তী সময়ে তাঁদের সাধারণ প্রয়োজনগুলি নিয়ে কেউ মাথা ঘামায় না বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ নৌরাঙ্গ পাল নামে এক গ্রামবাসী জানিয়েছেন, ‘‘6 মাস আগে আমাদের গ্রাম একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, আমরা এর সম্পর্কে কিছুই জানি না ৷ আর একদিন ওই সংস্থার তরফে পাথর, ইট আর সিমেন্ট জড়ো করা হয় সীমানা দেওয়া জন্য ৷ তখন গ্রামবাসীরা প্রতিবাদ শুরু করে ৷’’ তবে, পুরো বিষয়টি নিয়ে সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ এনিয়ে পালামু আদালতে মামলা চলছে ৷

Last Updated :Nov 22, 2022, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.