Tilak with Air Force uniform : সেনা পোশাকেই কপালে তিলক কাটবেন দর্শন, ছাড়পত্র মার্কিন বায়ুসেনার

author img

By

Published : Mar 22, 2022, 10:55 PM IST

US Air Force allowed to wear Tilak in uniform

সেনা পোশাকে থাকাকালীনই কপালে তিলক কাটতে পারবেন মার্কিন এয়ারফোর্সে কর্মরত দর্শন শাহ ৷ ভারতীয় বংশোদ্ভূত দর্শনকে ধর্মাচরণের এহেন অনুমতি দিয়ে ইতিহাস গড়ল মার্কিন বায়ুসেনা (US Air Force allowed to wear Tilak in uniform) ৷

নয়াদিল্লি, 22 মার্চ : ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে সেনা পোশাকে থাকা অবস্থাতেই কপালে তিলক কাটার অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স । বর্তমানে এফই ওয়ারেন এয়ারফোর্স বেস, ওয়াইমিংয়ে পোস্টিং এয়ারম্যান দর্শন শাহর ৷ দিনকয়েক আগেই বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়েছিল, শাহ তাঁর ধর্মীয় প্রথা পালনের অনুমতি চাইছেন ৷ তারপরেই বিশ্বজুড়ে সমর্থন পান তিনি । এদিন তাঁকে মার্কিন এয়ারফোর্সের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয় (US Air Force allowed Darshan Shah to wear Tilak in uniform) ৷

দর্শনকে ধর্মাচরণের এহেন অনুমতি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ইউএস এয়ারফোর্স ৷ উচ্ছ্বসিত শাহ বলেন, ‘‘টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, নিউইয়র্কের বন্ধুরা আমাকে এবং আমার বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছে ৷ ওরা এয়ারফোর্সে এরকম কিছু ঘটতে দেখে খুব খুশি ৷ এটা এমন একটা বিষয় যা কেউ আগে কখনও শোনেনি, এমনকি ভাবতেও পারেনি ৷’’

কিন্তু সেনার পোশাকে কপাল তিলক পরা শাহকে দেখে কী প্রতিক্রিয়া সহকর্মীদের ? দর্শন বলেন, ‘‘প্রত্যেকে আমার সঙ্গে হ্যান্ডশেক করছে, হাই-ফাইভ করছে ৷ আমাকে অভিনন্দন জানাচ্ছে ৷ ওরা জানে যে আমি অনুমতি আদায়ের জন্য কতটা চেষ্টা করেছি ।’’

ট্রেনিংয়ে থাকাকালীনই অনুমতি পাওয়ার জন্য দরখাস্ত করেছিলেন শাহ ৷ তাঁকে বলা হয়েছিল, টেক স্কুল পর্যন্ত অপেক্ষা করতে ৷ সেখানে তাঁকে বলা হয়, প্রথম ডিউটি ​​স্টেশনে পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করতে হবে । শেষ পর্যন্ত এদিন তাঁকে সেই অনুমতি দেওয়া হয় ৷

আরও পড়ুন : প্রতিবাদের অধিকার ‘যেখানে-সেখানে, যখন-তখন’ নয় : শীর্ষ আদালত

শাহ বলেন, ‘‘আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমাদের ধর্মীয় বিশ্বাস পালন করার অনুমতি রয়েছে ৷ এয়ারফোর্সের সদস্য হওয়াতে ওই পোশাক যেমন আমার একটি পরিচয়, তেমনই আমার ধর্মও আরেক পরিচয় ৷ আমার কাছেই দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.