RBI REPO Rate: 50 বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, অর্থনীতি স্থিতিশীল বলে দাবি আরবিআই গর্ভনরের

author img

By

Published : Sep 30, 2022, 11:10 AM IST

Updated : Sep 30, 2022, 12:10 PM IST

RBI Governor Shaktikant Das

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikant Das) দাবি করেছেন, বিশ্ব বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও, ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে (Indian Economy Continues Resilient) ৷ তবে, এ দিন আরবিআই এর তরফে রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে (RBI REPO Rate Hike) ৷

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: ঋণের ঊর্ধ্বসীমার হার অর্থাৎ, রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.90 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI REPO Rate Hike) ৷ আর সেই সঙ্গে জানানো হয়েছে, আরবিআই এর উদ্দেশ্য ‘সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি প্রত্যাহার’ করা (RBI Monetary Policy 2022) ৷ আর সেই লক্ষে কাজ করছে আরবিআই ৷ অন্যদিকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikant Das) দাবি করেছেন, বিশ্ব বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও, ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে (Indian Economy Continues Resilient) ৷

গর্ভনর জানিয়েছেন, আরবিআই আশা করছে 2023 অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতির হার 6 শতাংশের মধ্যেই সীমিত থাকবে ৷ তবে, এদিন তাঁর নেতৃত্বে এমপিসি’র বৈঠকে রেপো রেট বৃদ্ধির কারণ হিসাবে বলা হয়, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ৷ তিনি এও জানিয়েছেন, এ বছর চাষ আবাদ কম হওয়ার কারণে গম, চাল এবং অন্যান্য খাদ্যশস্যের দাম উর্ধ্বমুখী থাকতে পারে ৷ একই সম্ভাবনা প্রকাশ করা হয়েছে সবজির দামের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন: দাম পড়ল 40 পয়সা, সর্বকালীন তলানিতে ভারতীয় মুদ্রা

এই অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার 6.7 শতাংশে ধরা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ৷ আরবিআই গভর্নর জানান, এই অর্থবর্ষের প্রথমার্ধে মোট জিডিপি 13.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ আর অর্থবর্ষ শেষে এর বৃদ্ধির আসল পরিমাণ 7 শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ৷

Last Updated :Sep 30, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.