Corona in India : উৎসবের মরশুমে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

author img

By

Published : Oct 14, 2021, 10:49 AM IST

Corona in India

একদিকে দেশের সর্বত্র পালিত হচ্ছে নবরাত্রি ৷ অন্য দিকে দুর্গাপুজো ৷ সব মিলিয়ে উৎসব শুরু হয়েছে দেশে ৷ গতকাল স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা স্বস্তি দিলেও গত 24 ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর : দেশজুড়ে চলছে উৎসব ৷ এর মধ্যে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 18 হাজার 987 জন ৷ তার আগের দিনের হিসেব অনুযায়ী এই সংখ্যাটা ছিল 15 হাজার 823 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 246 জনের, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টার দেওয়া হিসেব অনুযায়ী দেশে এ পর্যন্ত সংক্রামিত রোগীর মোট সংখ্যা 3 কোটি 40 লক্ষ 20 হাজার 730 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 246 জনের, যা তার আগের দিনের তুলনায় কিছুটা বেশি ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 226 ৷ সকাল 8টা নাগাদ প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে 4 লক্ষ 51 হাজার 435 ৷

কমেছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 19 হাজার 808 জন ৷ এনিয়ে মোট 3 কোটি 33 লক্ষ 62 হাজার 709 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ গত 24 ঘণ্টার হিসেবে সক্রিয় রোগীর (Active Case) মোট সংখ্যা 2 লক্ষ 6 হাজার 586 জন ৷ দেশে দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে কেরালা ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 79 জন ৷ এ নিয়ে রাজ্যে মোট 48 লক্ষ 20 হাজার 698 জন রোগী করোনা সংক্রামিত হলেন ৷ মারা গিয়েছেন 123 জন ৷

আরও পড়ুন: রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরই, কলকাতায় আক্রান্ত 200-র বেশি

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, 8 কোটিরও বেশি মানুষকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এনিয়ে 96 কোটি 82 লক্ষ 20 হাজার 997টি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে 35 লক্ষ 66 হাজার 347টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

এক ক্লিকে দেখে নিন দেশে কোথায়, কত সংক্রমণ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.