Corona Update in India : 24 ঘণ্টায় করোনা সংক্রমণ ছাড়াল 17 হাজার, 124 দিনে সর্বাধিক

author img

By

Published : Jun 24, 2022, 9:16 AM IST

Updated : Jun 24, 2022, 10:47 AM IST

Corona Cases in India

দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ বৃহস্পতিবারের রিপোর্টে 13 হাজারের বেশি ছিল, বুধবারে 13 হাজার ছুঁই ছুঁই ৷ আজ প্রকাশিত রিপোর্টে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে 30 শতাংশ বাড়ল, ফেব্রুয়ারির পর সবচেয়ে বেশি ৷ চিন্তায় বিশেষজ্ঞরা (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 24 জুন : গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হলেন 17 হাজার 336 জন ৷ গতকাল স্বাস্থ্যমন্ত্রকের জানানো রিপোর্টে সংখ্যাটা ছিল 13 হাজার 313 (India reports 17336 fresh Covid cases in the last 24 hours) ৷ 124 দিন অর্থাৎ চার মাসেরও সামান্য বেশি দিন পর সংক্রমণ এই সংখ্যায় পৌঁছল ৷ এক ধাক্কায় 30 শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ ৷ এখনও পর্যন্ত দেশে 4 কোটি 33 লক্ষ 62 হাজার 294 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷

গতকালের রিপোর্টে সক্রিয় রোগীর সংখ্যা 84 হাজারের কাছাকাছি ছিল ৷ আজকের রিপোর্টে তা বেড়ে হয়েছে 88 হাজার 284, যা মোট সংক্রমণের 0.20 শতাংশ ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 4.32 শতাংশ ৷

মৃতের সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা 38 থেকে কমে 13 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 24 হাজার 954 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : শিশু-নাবালকদের জন্য নিরাপদ কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 13 হাজার 29 জন ৷ আগের দিন এই সংখ্যা প্রায় 11 হাজার ছিল ৷ সুস্থতার হার 98.60 শতাংশই রয়েছে ৷ এখনও অবধি 4 কোটি 27 লক্ষ 49 হাজার 56 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৷

এ পর্যন্ত দেশে 196 কোটি 77 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ মহারাষ্ট্রে আক্রান্ত 5 হাজার 218 জন, কেরালায় 3 হাজার 890 জন, তামিলনাড়ুতে 1 হাজার 63 জন, নয়াদিল্লিতে 1 হাজার 934 জন, পশ্চিমবঙ্গে 745 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মৃত 13 জনের মধ্যে শুধুমাত্র কেরালায় 7 জন মারা গিয়েছেন ৷

Last Updated :Jun 24, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.