Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

author img

By

Published : Jan 9, 2022, 9:17 AM IST

Updated : Jan 9, 2022, 10:08 AM IST

Corona Update in India

24 ঘণ্টার ব্যবধানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 59 হাজার 632 জন (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 9 জানুয়ারি : দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লক্ষ ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 লক্ষ 59 হাজার 632 জন (India reports 1,59,632 fresh Covid cases in last 24 hours) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 41 হাজার ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 55 লক্ষ 28 হাজার 4 জন করোনা সংক্রামিত হলেন ৷

রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 40 হাজার 863 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 40 হাজার 895 ৷ এখনও অবধি দেশে 3 কোটি 44 লক্ষ 53 হাজার 603 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 96.98% ৷

গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 327 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 285 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও পর্যন্ত 4 লক্ষ 83 হাজার 790 জন করোনা সংক্রামিত মারা গিয়েছেন ৷ মৃতের হার 1.36% ৷

আরও পড়ুন : Bharat Biotech On Covaxin Booster Dose : করোনার সকল প্রজাতি প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ, জানাল ভারত বায়োটেক

সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 10.21% (Positivity rate) ৷ দৈনিক যত সংখ্যক করোনা পরীক্ষা হয়, তার মধ্যে যতজন করোনা সংক্রামিত হন, সেই হারকে বলা হয় পজিটিভিটি রেট ৷ গতকাল এই হার ছিল 9.28% ৷

151 কোটি 58 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে দেশে ৷

Omicron cases in India
ভারতে ওমিক্রন সংক্রমণ

দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3 হাজার 623 ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 3 হাজার 71 (Omicron cases in India) ৷ মহারাষ্ট্রে 1 হাজার 9 জন, দিল্লিতে 513 জন, কর্নাটকে 441 জন, রাজস্থান 373 জন, কেরালায় 333 জন ওমিক্রনে সংক্রামিত ৷

Last Updated :Jan 9, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.