বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের

বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে ৷ নিরাপত্তা ভেদ করে মাঠে ঠুকলেন যুবক ৷
আমেদাবাদ, 19 নভেম্বর: আমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবার সাক্ষী থাকল রাজনৈতিক বার্তার ৷ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতেই ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের ও সেখানে বোমা বর্ষণ বন্ধ করার ৷ এদিন ম্যাচ চলাকালীন 14 তম ওভারে 'ফ্রি প্যালেস্তাইন' লেখা সাদা টিশার্ট পড়ে মাঠে ঠুকে পড়েন এক যুবক ৷ তখন ব্যট করছিলেন বিরাট কোহলি ৷ তাঁর কাঁধেও হাত রাখতে দেখা যায় ওই যুবককে ৷ আকস্মিক ঘটনার জন্য কয়েক সেকেন্ড বন্ধ থাকে খেলা ৷ যখন এই ঘটনা ঘটে তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই যুবককে পরে আটক করে পুলিশ ৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ওই যুবক দাবি করেছেন তাঁর নাম জন ৷ তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন ৷ যুবকটি জানিয়েছেন, তিনি বিরাট কোহলির সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিলেন ৷ তিনি প্যালেস্তাইনের পক্ষে ৷
যুবকের পরণে যে টিশার্টটি ছিল তাতে সামনের দিকে লেখা ছিল, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন' ও পিছনের দিকে লেখা ছিল, 'ফ্রি প্যালেস্তাইন' ৷ যুবকটির মুখে ছিল প্যালেস্তাইনের পতাকার রঙে তৈরি কালো, সাদা, লাল, সবুজ মাস্ক ৷
-
#WATCH | Gujarat: The man who breached the security & entered the field during the India vs Australia Final match, says, "My name is John...I am from Australia. I entered (the field) to meet Virat Kohli. I support Palestine..." pic.twitter.com/5vrhkuJRnw
— ANI (@ANI) November 19, 2023
এদিন এই আকস্মিক ঘটনার পর ওই যুবককে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ বেরনোর সময় ওই যুবককে দর্শকদের উদ্দেশ্যে হাতের ইসারা করতেও দেখা যায় ৷ বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত চ্যানেলে ওই সময়ের ঘটনাক্রম দেখানো না হলেও, উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে ৷ সোশাল মিডিয়াতেও তা দ্রুত শেয়ার হতে শুরু করে ৷
গাজার উপর ইজরায়েলের হামলা পেরিয়েছে 40 দিন ৷ মৃত্যু হয়েছে 11 হাজারের বেশি গাজাবাসীর ৷ মৃতদের প্রায় অর্ধেক শিশু ৷ জঙ্গি সংগঠন হামাসের 7 অক্টোবরের আক্রমণের বদলা নিতে এই সেনা অভিযান চালাচ্ছে ইজরায়েল ৷ ওই দিন ইজরায়েলে হামাসের হামলায় প্রায় 1400 জনের মৃ্ত্যু হয় ৷ জঙ্গিরা পণবন্দি করে নিয়ে যায় 250-এর বেশি মানুষকে ৷
আরও পড়ুন:
