ETV Bharat / bharat

Hoax Bomb Threat at Rajdhani Express: দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোমা থাকার উড়ো ফোনে আতঙ্ক

author img

By

Published : Jul 29, 2023, 4:50 PM IST

Hoax Bomb Threat Call in Delhi-Jammu Rajdhani Express: দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোম রয়েছে এমনই একটি ফোন কলের জেরে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ শুক্রবার রাত 9টা নাগাদ ফোনটি আগে রেল পুলিশের কাছে ৷ নিরাপত্তার স্বার্থে সোনিপত স্টেশনে ট্রেন থামিয়ে চলে তল্লাশি ৷ তবে, রাজধানী এক্সপ্রেসে কোনও বোমা পাওয়া যায়নি ৷

Hoax Bomb Threat at Rajdhani Express
রাজধানী এক্সপ্রেসে বোমা থাকার উড়ো ফোনে আতঙ্ক

সোনিপত, 29 জুলাই: দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ যার জেরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ৷ সেই সময় রাজধানী এক্সপ্রেস হরিয়ানার সোনিপত রেল স্টেশনের কাছে ছিল ৷ সেই সময় কেউ বা কারা রেল পুলিশকে ফোন করে দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোমা রয়েছে বলে খবর দেয় ৷ এর পরেই রাজধানী এক্সপ্রেস সোনিপত স্টেশনে থামানো হয় ৷ দ্রুত যাত্রীদের ট্রেন নামিয়ে তল্লাশি চালায় রেল পুলিশ ও বম্ব স্কোয়াড ৷ তবে, ট্রেনে কোনও বোমা বা বিস্ফোরক জাতীয় কোনও বস্তু পাওয়া যায়নি ৷

শুক্রবার রাত 9টা নাগাদ এই উড়ো ফোনটি আসে রেল পুলিশের কাছে ৷ তবে, ফোন কলটি সত্যি না মিথ্যে তা যাচাই করতে সোনিপত স্টেশনে দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসটিকে দাঁড় করানো হয় ৷ আগে স্টেশনে পৌঁছে গিয়েছিল জিআরপি ও আরপিএফ-এর আধিকারিক এবং কর্মীরা ৷ বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগকে রাজধানীতে তল্লাশি অভিযানে নামানো হয় ৷ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়ে ট্রেনের তল্লাশি চালানো হয় ৷ দীর্ঘক্ষণ সময় নিয়ে পুরো ট্রেনে তল্লাশি চালায় রেল পুলিশ ৷ তবে, কোনও বোমা বা বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি ৷

রেলের এক আধিকারিক জানিয়েছেন, রাত প্রায় 1টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয় ৷ কিন্তু, কোনও বোমা বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি ৷ তল্লাশি অভিযান শেষে রেলের তরফে রাজধানীতে বোমা থাকার খবরটিকে ভুয়ো বলে ঘোষণা করা হয় ৷ এর পর রাতে দেড়টা নাগাদ আবারও সব যাত্রীদের ট্রেনে তুলে গন্তব্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস ৷ এ নিয়ে এক যাত্রী জানান, যখন সোনিপতে ট্রেন দাঁড়িয়ে যায়, তখন বোঝা যায় রেলের তরফে নিরাপত্তার কারণে তল্লাশি চালানো হবে ৷ পরে যখন জানা যায়, বম্ব-থ্রেট রয়েছে তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

জানানো হয়েছে, রাত 9টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তল্লাশি চালানো যায়নি ৷ কারণ, সোনিপত বা আশেপাশের বম্ব স্কোয়াড নেই ৷ রোহতক থেকে বম্ব স্কোয়াডকে জরুরি ভিত্তিতে সোনিপতে নিয়ে আসা হলে রাত সাড়ে এগারোটা থেকে তল্লাশি শুরু হয় ৷

সোনিপত, 29 জুলাই: দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ যার জেরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ৷ সেই সময় রাজধানী এক্সপ্রেস হরিয়ানার সোনিপত রেল স্টেশনের কাছে ছিল ৷ সেই সময় কেউ বা কারা রেল পুলিশকে ফোন করে দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসে বোমা রয়েছে বলে খবর দেয় ৷ এর পরেই রাজধানী এক্সপ্রেস সোনিপত স্টেশনে থামানো হয় ৷ দ্রুত যাত্রীদের ট্রেন নামিয়ে তল্লাশি চালায় রেল পুলিশ ও বম্ব স্কোয়াড ৷ তবে, ট্রেনে কোনও বোমা বা বিস্ফোরক জাতীয় কোনও বস্তু পাওয়া যায়নি ৷

শুক্রবার রাত 9টা নাগাদ এই উড়ো ফোনটি আসে রেল পুলিশের কাছে ৷ তবে, ফোন কলটি সত্যি না মিথ্যে তা যাচাই করতে সোনিপত স্টেশনে দিল্লি-জম্মু রাজধানী এক্সপ্রেসটিকে দাঁড় করানো হয় ৷ আগে স্টেশনে পৌঁছে গিয়েছিল জিআরপি ও আরপিএফ-এর আধিকারিক এবং কর্মীরা ৷ বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগকে রাজধানীতে তল্লাশি অভিযানে নামানো হয় ৷ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ দিয়ে ট্রেনের তল্লাশি চালানো হয় ৷ দীর্ঘক্ষণ সময় নিয়ে পুরো ট্রেনে তল্লাশি চালায় রেল পুলিশ ৷ তবে, কোনও বোমা বা বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি ৷

রেলের এক আধিকারিক জানিয়েছেন, রাত প্রায় 1টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয় ৷ কিন্তু, কোনও বোমা বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি ৷ তল্লাশি অভিযান শেষে রেলের তরফে রাজধানীতে বোমা থাকার খবরটিকে ভুয়ো বলে ঘোষণা করা হয় ৷ এর পর রাতে দেড়টা নাগাদ আবারও সব যাত্রীদের ট্রেনে তুলে গন্তব্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস ৷ এ নিয়ে এক যাত্রী জানান, যখন সোনিপতে ট্রেন দাঁড়িয়ে যায়, তখন বোঝা যায় রেলের তরফে নিরাপত্তার কারণে তল্লাশি চালানো হবে ৷ পরে যখন জানা যায়, বম্ব-থ্রেট রয়েছে তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

জানানো হয়েছে, রাত 9টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তল্লাশি চালানো যায়নি ৷ কারণ, সোনিপত বা আশেপাশের বম্ব স্কোয়াড নেই ৷ রোহতক থেকে বম্ব স্কোয়াডকে জরুরি ভিত্তিতে সোনিপতে নিয়ে আসা হলে রাত সাড়ে এগারোটা থেকে তল্লাশি শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.