Rajasthan Bus Accident : বারমেরে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, মৃত 5

author img

By

Published : Nov 10, 2021, 12:38 PM IST

Updated : Nov 10, 2021, 1:11 PM IST

জ্বলছে বাস

আজ সকালে বারমেরে বাস ও ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে ৷ বাসে আগুন লেগে যায় ৷

বারমের, 10 নভেম্বর : মর্মান্তিক বাস দুর্ঘটনায় বাসের মধ্যে বসেই আগুনে পুড়ে মারা গেলেন কমপক্ষে 5 জন যাত্রী ৷ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায় যোধপুর জাতীয় সড়কে (Jodhpur National Highway) ৷

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বারমেরে (Barmer) পচপদরার (Pachpadra) কাছে একটি যাত্রীবোঝাই বাস ও ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ধাক্কা এতটাই জোরদার ছিল যে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে যায় ৷ কিছু লোক বাসেই বসে আগুনে জ্বলে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আশঙ্কা, অনেক যাত্রী জখম হয়েছেন ৷

আরও পড়ুন : Accident : ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় জখম 75 বাঙালি তীর্থযাত্রী

বাসে আগুন লাগতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন ৷ তাঁরা জ্বলন্ত বাস থেকে জখম এবং বাকিদের দ্রুত উদ্ধার করেন ৷ তারপর নিজেরাই উদ্যোগ নিয়ে আহতদের বালোতরা হাসপাতালে (Balotra Hospital) নিয়ে যান ৷ প্রথমে স্থানীয়রাই বাসের আগুন নেভানোর চেষ্টা করেন ৷ তবে খবর পাওয়া মাত্র বালোতরা পুলিশ (Balotra Police) ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে ৷

  • बाड़मेर में हुई बस-ट्रक दुर्घटना के संबंध में जिला कलेक्टर, बाड़मेर से फोन पर वार्ता कर राहत-बचाव कार्यों के संबंध में निर्देशित किया है। घायलों का बेहतर से बेहतर इलाज सुनिश्चित किया जाएगा।

    — Ashok Gehlot (@ashokgehlot51) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot) ইতিমধ্যে জেলাশাসককে (District Collector) উদ্ধারকাজ ও ত্রাণের নির্দেশ দিয়েছেন ৷ তিনি একটি টুইটে জানান, "বারমেরে বাস-ট্রাক দুর্ঘটনা নিয়ে বারমেরের জেলাশাসকের সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ তাঁকে উদ্ধারকাজ, ত্রাণের ব্যবস্থার করতে নির্দেশ দিয়েছি ৷ জখম ব্যক্তিদের যাতে সবচেয়ে ভাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায়, সে বন্দোবস্ত করতে বলেছি ৷"

Last Updated :Nov 10, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.