Advisory for Indian Students: বাড়ছে হেট-ক্রাইম, কানাডার ভারতীয়দের সতর্ক করে নির্দেশিকা দিল্লির

author img

By

Published : Sep 23, 2022, 4:14 PM IST

Govt Issues Advisory for Indian Students in Canada as Anti-India Activities Rise

কানাডায় বাড়ছে ভারত-বিরোধী কার্যকলাপ (Anti-India Activities)৷ সেই কারণে কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক করে নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক (Advisory for Indian Students)৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: হেট ক্রাইম (Hate Crime) ও ভারত-বিরোধী কার্যকলাপ (Anti-India Activities) বৃদ্ধি পাওয়ায় কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিল বিদেশমন্ত্রক ৷ ভারতবিরোধী নানা ঘটনার পর সে দেশে যে ভারতীয় ছাত্রছাত্রী ও অন্যান্য নাগরিকরা বাস করেন, তাঁদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে (Advisory for Indian Students)৷

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত তথাকথিত খালিস্তান গণভোটকে ভারত "প্রহসনমূলক কার্যকলাপ" হিসাবে অভিহিত করার পরদিনই এই নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক । একটি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেছেন যে, কানাডার ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে "চরমপন্থী ঘটনা" ঘটানো হচ্ছে, সে বিষয়ে কানাডার সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি (Govt Issues Advisory for Indian Students in Canada)।

19 সেপ্টেম্বর, অন্টারিওর ব্রাম্পটনে খালিস্তান গণভোটে 1,00,000 এরও বেশি কানাডিয়ান শিখ ভোটদানে অংশ নেন ৷ খালিস্তানিপন্থী দল শিখস ফর জাস্টিস (এসএফজে) এই গণভোটের আয়োজন করে । সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, খালিস্তান গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক পুরুষ ও মহিলারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ।

আরও পড়ুন: কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

কানাডায় যে ভারত বিরোধী শক্তি মজবুত হচ্ছে সে কথা জানিয়ে সে দেশের সরকারকে সতর্ক করেছিল দিল্লি । তবে খালিস্তান গণভোটে বাধা দিতে রাজি হয়নি কানাডার সরকার ৷ তাদের যুক্তি ছিল, দেশের আইনি পরিকাঠামোর মধ্যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মত জানানোই যেতে পারে ৷ তার আগে, একটি বিশিষ্ট হিন্দু মন্দিরে ভারত-বিরোধী গ্রাফিতি এঁকেছিল "কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীরা"৷ এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছিল দিল্লি ৷ চলতি বছরের অগস্ট মাসে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের দেওয়ালে খালিস্তান স্লোগান লেখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.