Maa Robot: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

author img

By

Published : Sep 25, 2022, 3:46 PM IST

Goa Daily Wage Worker Builds Maa Robot to feed his Specially Abled Daughter

বিশেষভাবে সক্ষম কিশোরী (Specially Abled Daughter) সন্তানকে খাইয়ে দিতে 'মা রোবট' (Maa Robot) তৈরি করলেন গোয়ার এক দিনমজুর ৷ বিপিন কদম (Bipin Kadam) নামে ওই ব্যক্তিকে প্রশংসায় ভরাল গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ (Goa State Innovation Council) ৷

পানাজি, 25 সেপ্টেম্বর: বাড়িতে স্ত্রী অসুস্থ ৷ এদিকে, তাঁদের কিশোরী সন্তান বিশেষভাবে সক্ষম (Specially Abled Daughter) ৷ এই অবস্থায় মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আস্ত একটি রোবট তৈরি করে ফেললেন গোয়ার এক দিনমজুর ! এখন কারও সাহায্য ছাড়াই শুধুমাত্র যন্ত্রের সহযোগিতায় নিজের খাওয়া সেরে নেয় এই কিশোরী ৷

সন্তানের জন্য এমন আবিষ্কার করে সকলের মন জিতে নিয়েছেন বিপিন কদম (Bipin Kadam) নামে ওই দিনমজুর ৷ তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ (Goa State Innovation Council) ৷ বিপিন তাঁর আবিষ্কারের নাম দিয়েছেন 'মা রোবট' (Maa Robot) ৷ তাঁর এই কৃতিত্ব দেখে অভিভূত গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ কর্তৃপক্ষ ৷ তাদের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে এই যন্ত্র প্রস্তুতের প্রস্তাব দেওয়া হয়েছে বিপিনকে ৷ এর জন্য তাঁকে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে পর্ষদের তরফে ৷

আরও পড়ুন: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

কীভাবে কাজ করে মা রোবট ? আসলে এই রোবটের মধ্যেই একটি প্লেট আটকানো থাকে ৷ তাতেই খাবার পরিবেশন করে দিতে হয় ৷ এরপর রোবট বিপিনের মেয়েকে খাইয়ে দেয় ৷ কিছু শারীরিক সমস্যার জন্য মেয়েটি তার হাত তুলতে পারে না ৷ রোবটটি কাজ করে নির্দিষ্ট 'ভয়েস কমেন্ট' অনুসারে ৷ বিপিনের মেয়ে যেটা খেতে চায়, সেই খাবারের নাম উচ্চারণ করে ৷ রোবট সেটাই চামচে করে তুলে তাকে খাইয়ে দেয় ! এভাবে ওই কিশোরী তার পছন্দ মতো, ডাল, ভাত, সবজি খেতে পারে ৷

চল্লিশের কোটায় থাকা বিপিন দক্ষিণ গোয়ার পোন্ডা তালুকের অন্তর্গত বেথোরা গ্রামের বাসিন্দা ৷ জনমজুরি খেটে যে টাকা তিনি উপার্জন করেন, তাতে কোনওমতে সংসার চলে ৷ তার উপর স্ত্রী ও মেয়ের চিকিৎসার খরচ রয়েছে ৷ তাঁর পক্ষে পরিচারিকা রাখা সম্ভব নয় ৷ সেই কারণেই রোবট তৈরির ভাবনা মাথায় আসে বিপিনের ৷ তাঁর মেয়ের বয়স 14 বছর ৷ কিন্তু, সে স্পেশাল চাইল্ড ৷ তাই নিজের সব কাজ করতে পারে না ৷ অন্য়ের সাহায্য লাগে ৷

বিপিন জানিয়েছেন, "আগে আমার স্ত্রী-ই মেয়ের দেখাশোনা করতেন ৷ কিন্তু, দু'বছর ধরে তিনিও শয্যাশায়ী ৷ অথচ আমাদের মেয়ে নিজে হাতে খেতে পারে না ৷ আমি দিনমজুর ৷ রোজ মেয়েকে খাওয়ানোর জন্য বাড়ি ফিরে আসতে হত ৷" বিপিনের স্ত্রীই তাঁকে বলেন, এমন একটা ব্যবস্থা করতে, যাতে তাঁদের মেয়ে কারও সাহায্য ছাড়াই নিজের খাবার খেতে পারে ৷ আর তারপরই মা রোবট বানানোর পরিকল্পনা করেন বিপিন ৷ তার জন্য ইন্টারনেট ঘেঁটে এই বিষয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.